শুভব্রত মুখার্জি : ভারতীয় ক্রীড়ার ক্ষেত্রে জ্যাভলিন বলতেই যে নামটা সবার প্রথম সামনে আসে সেটা হল নীরজ চোপড়া। অলিম্পিক গেমসের ইতিহাসে তাঁর হাত ধরেই অ্যাথলেটিক্স থেকে প্রথম পদক পেয়েছিল ভারত। তাও আবার সোনার পদক। তারপর ডায়মন্ড লিগ সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। সেই নীরজ চোপড়ার ক্রীড়াক্ষেত্র জ্যাভলিনেই নাকি লাগল কাদার ছিটে! ডোপিংয়ের কালো ছায়া এসে পড়ল ভারতীয় জ্যাভলিনে। ডোপিংয়ের দায়ে ২০২৫ সাল পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়েছেন জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিং।
আরও পড়ুন… টি-২০তে ১ম ভারতীয় ব্যাটার হিসেবে ১১০০০ রান করার নজির বিরাট কোহলির
২০২১ সালের ২১ শে অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে শিবপালের উপর। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে তাঁর উপর। সূত্রের খবর, অনুযায়ী নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গিয়েছে তাঁর মূত্রের নমুনায়। তার প্রথম স্যাম্পেলে এই ড্রাগের উপস্থিতি পাওয়া যাওয়ার পরে দ্বিতীয় স্যাম্পেলেরও পরীক্ষা করা হয় নিশ্চিত হতে। দুই ক্ষেত্রে এক রিপোর্ট এসেছে। নিষিদ্ধ ড্রাগ মেথানডিয়েননের উপস্থিতি ছিল তাঁর মূত্রের নমুনায়।
আরও পড়ুন…সূর্য-কোহলি-রাহুলের সৌজন্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস ভারতের
যে ড্রাগটি পারফরম্যান্স বৃদ্ধিকারী একটি ড্রাগ। আর সেই কারণেই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) শিবপালকে ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে ২৭ বছর বয়সি জ্যাভলারকে ২০২৫ সাল পর্যন্ত ট্র্যাকের বাইরেই থাকতে হবে। উত্তরপ্রদেশের এই অ্যাথলিট ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। সেখানে ৮৬.২৩ মিটার দূরত্ব ছুঁড়ে করেছিলেন ব্যক্তিগত রেকর্ডও। উল্লেখ্য চলতি বছরে এই নিয়ে ডোপিং কান্ডের দায়ে নির্বাচিত হওয়া পঞ্চম অ্যাথলিট শিবপাল। এর আগে ডিসকাস থ্রোয়ার নভজিৎ কউর ধিঁলন, দৌড়বিদ ধনলক্ষ্মী শেখর, এম আর পুভাম্মা , টোকিয়ো গেমসের অলিম্পিয়ান কমলপ্রীত কউর সকলেই ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন।
উল্লেখ্য অলিম্পিক সহ সমস্ত বিশ্ব ইভেন্টে নীরজ চোপড়ার ধারাবাহিক পারফরম্যান্সের পরবর্তীতে ভারতীয় জ্যাভলিন বিশ্ব খেলাধূলার মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছিল। সেখানে এমন ঘটনা বিশেষ করে ডোপিংয়ের মতন অনভিপ্রেত ঘটনায় কালিমালিপ্ত হওয়া একেবারেই কাঙ্ক্ষিত নয়।