এফআইএইচ প্রো লীগের ম্যাচে দুরন্ত কামব্যাক করল ভারতীয় হকি দল। ২৪ ঘণ্টার ব্যবধানে প্রথম লেগে হারের বদলা নিয়ে ফেলল ভারতীয় পুরুষ হকি দল। একদিন আগেই স্পেনের বিপক্ষে ম্যাচে ১-৩ গোলে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু এবার ভারত মাঠ ছাড়ল জিতেই। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের তারকা ফুটবলার হরমনপ্রিত সিংহকে। তবে তাকে ছাড়াও দলের ম্যাচ জিততে বেশি কষ্ট করতে হলো না। পরিষ্কার ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল অভিষেক - লোলিতরা।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
প্রথম লেগের ম্যাচে এই স্পেনের বিরুদ্ধে সুখজিতের গোলে এগিয়ে গেছিল ভারত, সেই সেই লিড তারা ধরে রাখতে না পেরে ম্যাচ হেরেছিল। তবে ফিরতি লেগের ম্যাচে অনেক সংঘবদ্ধ হয়েই ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া, ফলও এল হাতে নাতে।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
ম্যাচের ৩২ মিনিটেই দেশের মাটিতে এগিয়ে যায় ভারত, গোল করেন মন্দীপ সিং। ৭ মিনিট পর আসে ফের গোল। এবার স্কোরশিটে নাম তোলেন দিলপ্রিত সিং। সেই সুবাদেই ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ল ভারত। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ মঙ্গলবার জার্মানির বিপক্ষে। বল পজিশনেও আধিপত্য ছিল বেশি ভারতেরই। দুবার প্রথম ২ কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি খেলোয়াড়রা। ৫ মিনিটে মন্দীপের নিশ্চিত গোল প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক।
অন্যদিকে ভারতের গোলদুর্গের শেষ প্রহরী কৃষন পাঠকও ১৪ মিনিটে একটি ভালো সেভ দেন। থার্ড কোয়ার্টারের শুরুতে যুগরাজের শট সেভ দেন স্প্যানিশ গোলরক্ষক।
শেষ পর্যন্ত দিলপ্রীতের রিফ্লেক্ট হওয়া বল থেকে গোল করেন মন্দিপ। দ্বিতীয় গোলটি আসে মন্দিপ আর গুরজান্ত সিংহের তৈরি করা পাস থেকে, গোল করেন দিলপ্রিত। অধিনায়ক হরমনপ্রিতকে এই ম্যাচে বিশ্রামে পাঠানো হয়। তাই তাকে ছাড়া এই জয় আত্মবিশ্বাস দেবে টিম ইন্ডিয়া শিবিরকে।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।