সরকারি চাকরি কে না চায়! তাও যদি অত্যন্ত বড় পোস্টের সরকারি চাকরি জুটে যায়, কেইই বা প্রত্যাখ্যান করতে চায়। তবে উল্টো পথে হাঁটলেন সরবজ্যোৎ সিং। প্যারিস অলিম্পিক্স থেকে দেশকে ব্রোঞ্জ মেডেল এনে দেওয়া তারকা শুটার রাজ্য সরকারের দেওয়া চাকরির প্রস্তাবে সরাসরি না করলেন।
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ভারতের হয়ে লড়াই চালান সরবজ্যোৎ সিং। তিনি ব্যক্তিগত বিভাগে পদক জিততে পারেননি। তবে মনু ভাকেরকে সঙ্গে নিয়ে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন সরবজ্যোৎ।
অলিম্পিক্সের আসর থেকে দেশে ফেরার পরে স্বাভাবিকভাবেই সরবজ্যোৎকে নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল বাঁধনছাড়া। সরকারি তরফেও তারকা শুটারকে অভিবাদন জানানো হয়। প্যারিস থেকে দেশে ফেরার পরেই সরবজ্যোৎকে হরিয়ানার স্পোর্টস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টরের পদে নিয়োগ করতে চায় রাজ্য সরকার। তবে তারকা শুটার চাকরি গ্রহণ করতে রাজি হননি।
ভালো প্রস্তাব ছিল মেনে নিয়েও সরবজ্যোৎ তা প্রত্যাখ্যানের কারণ জানিয়েছেন। তিনি বলেন, ‘চাকরিটা ভালো। তবে আমি এখনই সেটা গ্রহণ করতে পারছি না। আমি নিজের শুটিং নিয়ে পরিশ্রম করতে চাই।’
যদিও সরবজ্যোৎ এও জানিয়েছেন যে, তাঁর পরিবার চায় তিনি একটা ভালো চাকরি জোগাড় করে নিন। তারকা শুটারের কথায়, ‘আমার পরিবার চায় আমি একটা ভালো চাকরি করি। তবে আমি এই মুহূর্তে শুটিংয়ে মন দিতে চাই। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। তার বিরুদ্ধে যেতে রাজি নই। সেই কারণেই এই মুহূর্তে চাকরি করতে চাই না।’
সরবজ্যোৎ-এর কথায় স্পষ্ট যে, তিনি শুটিং থেকে দেশকে আরও বড় সাফল্য এনে দিতে বদ্ধপরিকর। প্যারিসে ব্রোঞ্জ জয়ের পরে তারকা শুটার নিশ্চিতভাবেই টার্গেট করছেন ২০২৮-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে।
এবছর প্যারিস অলিম্পিক্সের শুটিং থেকে ভারত মোট ৩টি মেডেল জেতে। তিনটিই ব্রোঞ্জ পদক। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন মনু ভাকের। মনু ও সরবজ্যোৎ ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। ছেলেদের ৫০ মিটার রাইফের থ্রি পজিশনে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুসালে।
এছাড়া অল্পের জন্য শুটিং থেকে আরও ৩টি ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় ভারতের। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হন অর্জুন বাবুটা। স্কিটের মিক্সড টিম ইভেন্টে চতুর্থ হন অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান। এছাড়া মেয়েদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলে চতুর্থ হয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন মনু ভাকের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।