বাংলা নিউজ > ময়দান > পেসই এখন ভারতের মূল শক্তি! জোবার্গের পর ফের নটিংহ্যামে রেকর্ড গড়লেন বুমরাহরা

পেসই এখন ভারতের মূল শক্তি! জোবার্গের পর ফের নটিংহ্যামে রেকর্ড গড়লেন বুমরাহরা

বল করছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (ছবি:রয়টার্স) (Action Images via Reuters)

বিদেশের মাটিতে জ্বলে উঠছে ভারতীয় পেস! জোবার্গের পরে নটিংহ্যামেই সেটা বুঝিয়ে দিলেন বুমরাহ, শামিরা।

বিদেশের মাটিতে বর্তমানে জ্বলে উঠছেন ভারতীয় পেসাররা। তার প্রমাণ পাওয়া গেল ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। নটিংহ্যামের পিচে রয়েছে গতি, আর সেই গতিকেই এ বার কাজে লাগালেন ভারতীয় পেসাররা। দুই ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজরা নিলেন মোট ২০টা উইকেট। এর আগে ২০১৮ সালেও দুই ইনিংস মিলিয়ে মোট ২০টা উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসাররা। সে বার জোবার্গের এমন কৃতিত্ব করে দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মারা। 

আসলে বিদেশের মাটিতে খেলতে গেলেই পেস উইকেট তৈরি করে টিম ইন্ডিয়াকে আটকানোর চেষ্টা করা হয়। সেই কারণে নিউজিল্যান্ড হেক অস্ট্রেলিয়া, আবার ইংল্যান্ড হোক কিমবা ওয়েস্ট ইন্ডিজ সর্বত্র ভারতের জন্য বিদেশি প্রতিপক্ষ পেস উইকেট তৈরি রাখত। ভারত যেহেতু স্পিনিং শক্তিতে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকত সেহেতু ভারতকে প্যাঁচে ফেলতেই বিদেশি দল এমন ব্যবস্থা করত। কিন্তু বর্তমানে ছবিটা পাল্টাচ্ছে। ভারতের জন্য পেস উইকেটতৈরি করলে প্রতিপক্ষরা নিজেরাই সেই গর্তে পড়ে যাচ্ছে। তার সব থেকে বড় প্রমাণ পাওয়া গেল নটিংহ্যামে।

বর্তমানে ভারতীয় পেসাররা বিদেশের মাটিতে গিয়ে জ্বলে উঠছেন। ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংস মিলিয়ে বুমরাহ নিলেন ৯টি উইকেট, মহম্মদ শামি নিয়েছেন ৪টি উইকেট, শার্দুল ঠাকুরের শিকার ৪টি উইকেট এবং মহম্মদ সিরাজ নিয়েছেন তিনটি উইকেট। 

তবে এর আগে ২০১৮ সালে জোবার্গের দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের ২০টা উইকেট তুলেছিলেন ভারতীয় পেসাররা। সেবার বুমরাহ নিয়েছিলেন ৭টি উইকেট, শামির সংগ্রহে ছিল ৬টি উইকেট, ভুবেনশ্বর কুমার নিয়েছিলেন ৪টি উইকেট ও ইশান্তের সংগ্রহে ছিল তিনটি উইকেট। ভারতের গতি যে বিদেশের মাটিতেও নিজের ঝলক দেখাচ্ছে তা বলাই যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.