প্যারিসে প্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের। এবার ভারতকে পদক এনে দিলেন রুবিনা ফ্রান্সিস। তিনি শ্যুটিংয়ে পদক জিতলেন। ব্রোঞ্জ আনলেন দেশের জন্য। দেশের জন্য পঞ্চম পদক এবারের প্যারালিম্পিক্স থেকে আনলেন ভারতের এই শ্যুটার। এর আগে শ্যুটিংয়ে মহিলাদের বিভাগে শুক্রবারই ভারতকে জোড়া পদক এনে দিয়েছিলেন অবনী লেখারা এবং মোনা আগরওয়াল। এবার সেই খেলাতেই এল ফের পদক।
প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। এর আগে অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্টে সোনা জিতেছিলেন, সেই একই ইভেন্টে ব্রোঞ্জ পান মোনা আগরওয়াল। এছাড়াও পুরুষদের বিভাগে মণীশ নারোয়াল ব্রোঞ্জ পান। এটা ভারতের হয়ে শ্যুটিংয়ে এবারে চতুর্থ পদক।
US Open-‘জীবনের সব থেকে খারাপ টেনিস খেলেছি’, ইউএস ওপেন থেকে বিদায়ের পর আক্ষেপ জকোভিচের…
আটজনকে নিয়ে হওয়া শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে ২১১.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক পেলেন রুবিনা ফ্রান্সিস। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেছিলেন রুবিনা, তবে ফাইনালে এসে দুরন্ত ফর্মে দেখা যায় ভারতের এই শ্যুটারকে। সেই সুবাদেই নিজের প্রথম প্যারালিম্পিক্স পদক জিতলেন তিনি।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে SKY-র নেওয়া ক্যাচ নিয়ে রসিকতা! সমর্থকদের রোষানলে প্রোটিয়া তারকা…
টোকিয়ো অলিম্পিক্সে সাফল্য ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এবারে প্যারিস গেমসে বেশি সংখ্যায় ক্রীড়াবিদ পাঠিয়েছে ভারত। ১২টি খেলায় মোট ৮৪জন ক্রীড়াবিদ ভারতের হয়ে অংশ নিচে চলেছে এবারের প্যারালিম্পিক্সে। খেলো ইন্ডিয়া গেমসসহ বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতা থেকে ভারতের তরুণ ক্রীড়াবিদরা উঠে এসে দেশকে গৌরবান্বীত করছে বিশ্বের মঞ্চে। এরই মধ্যে চলে এল দেশের পঞ্চম পদক।
আরও পড়ুন-Durand Cup Final Live Updates-মোহনবাগানের মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড,দলে শুভাশিস
চলতি বছরে কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া অলিম্পিক্স গেমসে ভারতের হয়ে সবথেকে সফল ছিলেন শ্যুটাররাই। অভিনব কুশালে, সবরজ্যোৎ সিংরা দেশের নাম উজ্জ্বল করেছিলেন পুরুষদের শ্যুটিংয়ে। মহিলাদের বিভাগে মনু ভাকের একাই জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন। এবারের প্যারিসে প্যারালিম্পিক্সেও ভারতের মহিলা ব্রিগেড, বিশেষ করে শ্যুটিংয়ে দুরন্ত ছন্দেই এগিয়ে চলেছে। উল্লেখ্য অবনী লেখারা, মোনা আগরওয়াল, রুবিনা ফ্রানসিস, এবং মণীশ নারোয়াল এবারে পদক জিতেছেন। এর মধ্যে অবনী লেখারা বাদে সকলেই ব্রোঞ্চ পদক পেয়েছেন। ১০০ মিটারে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের প্রীতি পাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।