বাংলা নিউজ > ময়দান > যা আছে মন খুলে বলে অশ্বিন! কী প্রসঙ্গে এই কথা বললেন প্রাক্তন পাক অধিনায়ক

যা আছে মন খুলে বলে অশ্বিন! কী প্রসঙ্গে এই কথা বললেন প্রাক্তন পাক অধিনায়ক

ভারতীয় দল ও রশিদ লাতিফ (ছবি:এপি/টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচি টেস্ট ম্যাচে বাবর আজম যেভাবে সেঞ্চুরি করেছেন তার অনেক প্রশংসা হচ্ছে। এই পর্বে, অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তার প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচি টেস্ট ম্যাচে বাবর আজম যেভাবে সেঞ্চুরি করেছেন তার অনেক প্রশংসা হচ্ছে। এই পর্বে, অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তার প্রশংসা করেছেন। বাবর আজম সম্পর্কে অশ্বিনের বক্তব্যে খুশি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেছেন যে অশ্বিন পাকিস্তানি খেলোয়াড়দের প্রশংসা করতে দ্বিধা বোধ করেন না এবং অন্য খেলোয়াড়দের মধ্যে এই জিনিসটি নেই।

রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং ক্রমাগত তাঁর কাছ থেকে অনেক প্রতিক্রিয়া পাওয়া যায়। এমন পরিস্থিতিতে ক্যাঙ্গারু বোলারদের মোকাবিলা করতে গিয়ে বাবর আজম যখন দুর্দান্ত সেঞ্চুরি করলেন, তখন তার প্রশংসা না করে থাকতে পারলেন না অশ্বিন।রশিদ লতিফের মতে,আশ্বিন এমন একজন ব্যক্তি যিনি মনের কথাই বলেন।

নিজের ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় রশিদ লাতিফ বলেন,‘অশ্বিন সবসময়ই সামনে থাকেন। ইনজামামের সাক্ষাৎকার হোক বা বাবরের প্রশংসা, সব সময়ই তিনি এগিয়ে থাকেন।অজয় জাদেজার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আজকাল এই সমস্ত জিনিস উভয় পক্ষ থেকে দেখা যায় না। অশ্বিনের ব্যাপারটা হল সে তার মনে যা থাকে তাই বলে। তারা তাকে টুইট করে জানান। এবারই প্রথম এমনটা করলেন না। ভারত বা পাকিস্তানের খেলোয়াড়রা খেলা দেখেন কিন্তু মতামত দেন না।’

করাচি টেস্টে পাকিস্তানের সামনে ৫০৬ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি এবং মাত্র ২১ রানের স্কোরে দুটি বড় ধাক্কা খেয়েছে দলটি। দলকে খুব কঠিন মনে হচ্ছিল কিন্তু অধিনায়ক বাবর আজম ও ওপেনার আবদুল্লাহ শফিক মিলে পাকিস্তানকে সমস্যা থেকে বের করে আনেন। এই সময়ের মধ্যে অসাধারণ সেঞ্চুরি করেন বাবর আজম।চা বিরতি পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করেছে ৩১০/৪। ম্যাচ জিততে হলে শেষ দিনের শেষ ৩৬ ওভারে পাকিস্তানের প্রয়োজন ১৯৬ রান অন্যদিকে অস্ট্রেলিয়াকে নিতে হবে ৬টি উইকেট।

বন্ধ করুন