প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলেও। রাষ্ট্রপতি থাকাকালীন বেশ কিছু ক্রীড়াবিদের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। প্রদান করেছেন নাগরিক সম্মানও। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে ক্রীড়াব্যক্তিত্বদের সমস্যার সমাধানও করেছেন তিনি।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন দেশের প্রথমসারির ক্রীড়াবিদরা। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ থেকে অনিল কুম্বলে, ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ছাড়াও সাইনা নেহওয়াল, সুশীল কুমার, গীতা ফোগতের মতো ক্রীড়াব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেছেন টুইটারে।
শোক জ্ঞাপন করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। আইপিএল ফ্র্যাঞ্চাইজিরাও শোক প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলিও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির উদ্দেশ্যে।
টুইটারে শোক প্রকাশ করেছেন ঝুলন গোস্বামী, ঋদ্ধিমান সাহা, অজিঙ্কা রাহানে, বিজেন্দ্র সিং, মহম্মদ কাইফ, রবিচন্দ্রন অশ্বিন, জোয়ালা গুট্টা, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিং, রোহিত শর্মা, ইরফান পাঠান প্রমুখ। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীও শোক প্রকাশ করেন টুইটারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।