দাবায় ইতিহাস গড়লেন গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন ভারতীয় তারকা। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তাঁর বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ জিতেছিলেন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছরে। অর্থাৎ গুকেশ যে মাইলস্টোনটা তৈরি করলেন, সেটা যে অনেকদিন টিকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
শেষ গেমের আগে চাপে ছিলেন গুকেশই!
অথচ ১৪ তম রাউন্ডের আগে চাপটা গুকেশের উপরেই ছিল। তিনি কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন। আর সামনে ছিলেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেন। একটা সময় মনে হয়েছিল যে ম্যাচটা ড্র হয়ে টাইব্রেকারে গড়াবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কিন্তু ৫৫ তম চালে মারাত্মক ভুল করেন চিনা দাবাডু়। সেই ভুলটা এতটাই মারাত্মক ছিল যে গুকেশের হাতে কার্যত বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব তুলে দেন।
আরও পড়ুন: Bengal Chess- নিজেই নিজেকে ১০ লক্ষ টাকা পুরস্কার! অবাক করা অভিযোগে বিদ্ধ দিব্যেন্দু বড়ুয়া
জয়ের পরে কান্না গুকেশের
শেষপর্যন্ত গুকেশের মাথানত করে নেন লিরেন। স্বীকার করে নেন হার। আর তারপরই কেঁদে ফেলেন ১৮ বছরের ভারতীয় তারকা গুকেশ। তিনি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, সেটা নিজের মধ্যে আত্মস্থ করে নিতে কিছুক্ষণ সময় নেন। তারপর নিজের ট্র্যাডিশন মেনে ঘুঁটি সাজাতে শুরু করেন। ততক্ষণে সম্ভবত কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন কী অবিশ্বাস্য কাজটা করেছেন তিনি। পূরণ করেছেন নিজের স্বপ্ন, দেশের স্বপ্ন। যে স্বপ্নটা ১১ বছর থেকেই দেখাতে শুরু করেছিলেন গুকেশ। যেদিন তিনি বলেছিলেন, ‘আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।’
আরও পড়ুন: Anish Sarkar: সাড়ে তিন বছর বয়সে বিশ্বরেকর্ড! দাবায় নতুন ইতিহাস তৈরি করল বাংলার অনীশ
বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের ইতিবৃত্ত
প্রথম গেম: গুকেশকে হারিয়ে দেন লিরেন।
দ্বিতীয় গেম: ড্র হয়।
তৃতীয় গেম: লিরেনকে হারিয়ে দেন গুকশন।
চতুর্থ গেম: ড্র হয়।
পঞ্চম গেম: ড্র হয়।
ষষ্ঠ গেম: ড্র হয়।
সপ্তম গেম: ড্র হয়।
অষ্টম গেম: ড্র হয়।
নবম গেম: ড্র হয়।
দশম গেম: ড্র হয়।
একাদশ গেম: গুকেশ জিতে যান। প্রথমবার লিড নেন।
দ্বাদশ গেম: কামব্যাক লিরেনের। হারিয়ে দেন গুকেশকে।
ত্রয়োদশ গেম: ড্র হয়।
চতুর্দশ গেম: গুকেশের জয়। বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ!!!!!
সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নের তালিকা
১) ডি গুকেশ: ১৮ বছর ৮ মাস ১৪ দিন।
২) গ্যারি কাসপারভ: ২২ বছর ৬ মাস ২৭ দিন।
৩) ম্যাগনাস কার্লসেন: ২২ বছর ১১ মাস ২৪ দিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।