শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেট এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। যেখানে কার্যত আন্তর্জাতিক ক্রিকেটকে লড়াই করতে হচ্ছে ফ্রাঞ্চাইজি টি -২০ লিগগুলোর সঙ্গে। গোটা বিশ্ব জুড়ে টি-২০ লিগে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর দাপট ক্রমশ বাড়ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আসন্ন ঘরোয়া টি-২০ লিগের সবকটি ফ্রাঞ্চাইজিই কিনে নিয়েছে আইপিএল দলের অধিকাংশ মালিকপক্ষ। আর এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন অ্যাডাম গিলক্রিস্ট। প্রাক্তন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটারের মতে, আইপিএল ফ্রাঞ্চাইজিদের এই একচেটিয়া আধিপত্য কিছুটা ‘বিপদজ্জনক।’
এই বিষয়ে বলতে গিয়ে গিলক্রিস্ট বলেন, ‘আমি মনে করি, তাঁর (ওয়ার্নার) মতো একজন ক্রিকেটারকে নিজেদের প্রতিযোগিতার বিরুদ্ধে যাওয়ার অনুমতি দিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাণিজ্যিকভাবে অনেক ক্ষতি হবে। বলা যেতে পারে আত্মঘাতী হতে হবে। তাঁরা ডেভিড ওয়ার্নারকে বিবিএলে খেলতে বাধ্য করতে পারে না কেন আমি সেটা বুঝি। কিন্তু তাঁকে বা অন্য কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। আমরা শুধু ওয়ার্নারের কথা আলাদা করে বলব কেন! কারণ, এখানে অন্য ক্রিকেটাররাও থাকবে। আমার ধারণা, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো বিশ্বব্যাপী যে আধিপত্য তৈরি করতে শুরু করেছে, এসব তারই প্রতিফলন।’
আরও পড়ুন… এক বছরে IPL এর দুটি মরশুম! BCCI কে বিশেষ পরামর্শ দিলেন রবি শাস্ত্রী
তিনি আরও যোগ করে বলেন, ‘তাদের (আইপিএল ফ্রাঞ্চাইজি) একচেটিয়া আধিপত্য বিপজ্জনক হয়ে উঠছে। তারা ক্রিকেটার ও তাদের প্রতিভার মালিকানাও যেন নিয়ে নিচ্ছে। তারাই নিয়ন্ত্রণ করছে কোথায় খেলতে হবে আর কোথায় খেলতে হবে না। যদি ওয়ার্নার দিনের শেষে বলে, ‘দুঃখিত অস্ট্রেলিয়ান ক্রিকেট, আমি বিভিন্ন টুর্নামেন্টে আমার ভারতীয় ফ্রাঞ্চাইজি দলগুলোর জন্য খেলতে যাচ্ছি।’ তাহলে তাঁকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। কারণ এটা তাঁর বিশেষ অধিকার। বাজার মূল্য পেতে তাঁর যা প্রয়োজন, সেটাই সে করবে। নতুন তরুণ ক্রিকেটার যারা আসছে, তারাও যদি এই পথ অনুসরণ করে তাহলে এটা সত্যিই বোর্ডের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।’
আরও পড়ুন… এক বছরে IPL এর দুটি মরশুম! BCCI কে বিশেষ পরামর্শ দিলেন রবি শাস্ত্রী
প্রসঙ্গত অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর,এই মরশুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) বাদ দিয়ে আগামী জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতেও নতুন টি-২০ লিগে খেলবেন ডেভিড ওয়ার্নার। এর পরিপ্রেক্ষিতেই বুধবার অস্ট্রেলিয়ার এসইএন রেডিওতে এমন মন্তব্য করেন গিলক্রিস্ট। উল্লেখ্য ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চুক্তিবদ্ধ ক্রিকেটার। তা সত্ত্বেও তাঁর এমন আচরণে অবাক গিলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।