বাংলা নিউজ > ময়দান > T20-তে সাফল্য পেতে আরও অলরাউন্ডার দরকার-ভারতের সমস্যার চুলচেরা বিশ্লেষণ কুম্বলের

T20-তে সাফল্য পেতে আরও অলরাউন্ডার দরকার-ভারতের সমস্যার চুলচেরা বিশ্লেষণ কুম্বলের

টিম ইন্ডিয়া।

অনিল কুম্বলে মনে করেন, ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাওয়ার হিটারের গুরুত্ব অনেক বেশি। তাই ভারতীয় দলের এ রকম কয়েক জন ব্যাটার প্রয়োজন, যাঁরা বড় শট খেলতে পারেন। এর পাশাপাশি ব্যাট এবং বল দু'টোতেই সমান দক্ষ, এ রকম ক্রিকেটার ভারতীয় দলে বেশি প্রয়োজন বলে দাবি কুম্বলের।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাজে লজ্জাজনক ভাবে ১০ উইকেটে হেরে যাওয়ার পর, তাদের পারফরম্যান্স নিয়ে চলছে কাটাছেঁড়া। তীব্র সমালোচনা চলছে টিম ইন্ডিয়াকে নিয়ে। এর মাঝেই সমালোচনা না করে ভারতীয় ক্রিকেটকে আলোর সন্ধান দিলেন টিম ইন্ডিয়ার তারকা কোচ এবং প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে।

তিনি মনে করেন, ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাওয়ার হিটারের গুরুত্ব অনেক বেশি। তাই ভারতীয় দলের এ রকম কয়েক জন ব্যাটার প্রয়োজন, যাঁরা বড় শট খেলতে পারেন। এর পাশাপাশি ব্যাট এবং বল দু'টোতেই সমান দক্ষ, এ রকম ক্রিকেটার ভারতীয় দলে বেশি প্রয়োজন বলে দাবি কুম্বলের।

আরও পড়ুন: বৃষ্টিতে ভেসে যেতে পারে T20 WC-এর ফাইনাল? তাহলে কে জিতবে ট্রফি?

ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর দলের কিছু ক্রিকেটারকে নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই দলের ধীরগতি ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এই নিয়েও নিজের মত প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার।

একটি স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনিল কুম্বলে বলেছেন, ‘বিশ্বকাপে যা দেখলাম, তাতে নিশ্চিত কিছু করতে হবে। আমরা অনেক সময় বোলারদের ব্যাট করতে পারার কথা বলি। কিন্তু ভারতীয় ক্রিকেটে ব্যাটারকে বল করতে জানতে হবে টিমে ভারসাম্য আনতে। ঠিক যেটা ইংল্য়ান্ডের রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের কাছে অনেক বেশি বিকল্প রয়েছে। তাঁরা লিয়াম লিভিংস্টোনকে ব্যবহার করেছে। মইন আলিও বল করেছে। এই বিকল্প একটা দলে থাকা প্রয়োজন।’

আরও পড়ুন: ওপেনারদের ব্যর্থতা, স্পিনে ঘাটতি- ৫টি ভুলের জন্য 2022 T20 WC থেকে ছিটকে গেল ভারত

ভারতীয় ‘এ’ দলেও অলরাউন্ডার কম থাকায় হতাশ কুম্বলে। তিনি বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক ভারতীয় ‘এ’ দলেও এ রকম ব্যাটারের সংখ্যাই বেশি যাঁরা বলতে করতে পারেন না। এটার পরিবর্তন দরকার।’ কুম্বলে মনে করেন জাতীয় দলে প্রত্যেক ক্রিকেটারের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া উচিত। যে দায়িত্ব জাতীয় দলে পালন করবেন ক্রিকেটাররা, সেই দায়িত্ব ঘরোয়া ক্রিকেটেও পালন করতে হবে।

বন্ধ করুন