আজই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেবিল টেনিস খেলোয়াড় জুটি হারমিত দেশাই এবং কৃতিকা সিনহা রায়। কলকাতায় ইএম বাইপাসের ধারে বিলাসবহুল উ বসেছে তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের প্রি-ওয়েটডিং ফটোশ্যুটের ছবি।
সুরাটের ছেলে হারমিত। এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলস বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পদক। অন্যদিকে কৃতিকাও ভারতের জাতীয় টিমের টেবিল টেনিস প্লেয়ার। ন্যাশনাল লেভেলে একাধিক চ্যাম্পিয়ানশিপ খেলেছেন তিনি। জীবনের নতুন ইনিংস শুরুর মুখে শুভেচ্ছায় ভাসছেন তাঁরা।
প্রসঙ্গত, মাস খানেক আগেই ইন্টারন্যাশনাল প্রো ট্যুরে গনাসেখারানের সাথিয়ান এবং হারমিত দেশাইয়ের জুটি পুরুষ ডাবলসে বিশ্ব পর্যায়ে তাঁদের প্রথম শিরোপা জিততে সমর্থ হয়েছিলেন। ডব্লুটিটি কন্টেন্ডার তিউনিসের পুরুষ ডাবলস বিভাগের শিরোপা জিতেছিল এই জুটি। এদিন ভারতীয় জুটির টিটি বোর্ডে যে স্পিড ছিল। সেই স্পিডের কাছেই কার্যত হার স্বীকার করতে বাধ্য হয় ফরাসি জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।