বাংলা নিউজ > ময়দান > ৭টি ফাইনালের ৭টিতেই সোনা, যুব বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

৭টি ফাইনালের ৭টিতেই সোনা, যুব বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

সাতটি সোনা জিতলেন ভারতের মেয়েরা। ছবি- টুইটার।

ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছেন সচিন।

যুব বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। সাতটি বিভাগের ফাইনালে উঠে সাত বক্সারই গোল্ড মেডেল জিতে রিং ছাড়লেন।

পোল্যান্ডে এআইবিএ ইয়ুথ মেনস অ্যান্ড ওমেনস ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের মেয়েদের ১০টি ওয়েট ক্যাটাগরির মধ্যে সাতটির ফাইনালে ওঠেন ভারতের সাতজন মহিলা বক্সার। চ্যাম্পিয়ন হন সাতজনই।

১. লাইট ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের ফাইনাল বাউটে গীতিকা ৫-০ ব্যবধানে পরাজিত করেন পোল্যান্ডের নাতালিয়া ডমিনিকাকে।

২. ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের ফাইনালে নাওরেম চানু ৫-০ ব্যবধানে পরাজিত করেন রাশিয়ার ভ্যালেরিয়া লিংকোভাকে।

৩. ফেদারওয়েট (৫৪-৫৭ কেজি) বিভাগের ফাইনালে পুণম ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন ফ্রান্সের গ্রসিকে।

৪. লাইটওয়েট (৫৭-৬০ কেজি) বিভাগের ফাইনালে ভিঙ্কা পরাজিত করেন কাজাখাস্তানের শায়াখমেতোভাকে।

৫. ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের ফাইনাল বাউটে অরুন্ধতি চৌধরি হারিয়ে দেন পোল্যান্ডের বারবারাকে।

৬. মিডলওয়েট (৬৯-৭৫ কেজি) বিভাগের ফাইনালে সানামাচা চানু পরাস্ত করেন কাজাখাস্তানের দানা দিডেকে।

৭. হেভিওয়েট (+৮১ কেজি) বিভাগের ফাইনাল বাউটে আলফিয়া পাঠান হারিয়ে দেন মলদোভার দারিয়া কোজোরেজকে।

ছেলেদের ব্যান্টমওয়েট (৫৬ কেজি) বিভাগের ফাইনালে উঠেছেন সচিন। দেখার বিষয় যে, সাতকন্যার সোনা জয় থেকে উদ্দীপ্ত হতে শেষমেশ চ্যাম্পিয়ন হতে পারেন কিনা তিনি।

বন্ধ করুন