টানা জিতেই চলেছে ভারতীয় মহিলা হকি দল। প্যারিস অলিম্পিক্সে ছেলেরা যোগ্যতা অর্জনের পাশাপাশি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরেছে। সেখানে মহিলা ব্রিগেড যোগ্যতা অর্জনই করতে পারেনি। সেই জ্বালাই যেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিটিয়ে নিচ্ছে হরিন্দর সিংয়ের মহিলা ব্রিগেড। এই প্রতিযোগিতায় এই নিয়ে টানা তিন ম্যাচে জিতল সঙ্গীতা, দীপিকাদের মহিলা দল।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
মালেশিয়াকে প্রথম ম্যাচেই পাঁচ গোল মেরে প্রতিযোগিতা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। ফলে আত্মবিশ্বাস তাঁদের এমনিতেই ওপরে ছিল। এরপর দ্বিতীয় ম্যাচে তাঁরা শক্তিশালী দঃ কোরিয়াকেও হারিয়ে দিয়েছিল। এবার তাঁরা হারাল দুর্বল তাইল্যান্ডকে। অবশ্য তাইল্যান্ডের বিরুদ্ধে জয়টা বিষয় ছিল না, কত গোলে ভারত জেতে সেই ছিল আসল।
রাজগিরের মাঠে তাইল্যান্ডকে ১৩ গোল দিল ভারত। দুর্ধর্ষ পারফরমেন্স করলেন দীপিকা। এদিন তিনি এতটাই মরিয়া ছিলেন যে নিজেই গোলের হাফ ডজন পূরণ করে ফেলতে পারতেন তিনি। একা তিনিই তাইল্যান্ডের বিরুদ্ধে করলেন ৫টি গোল। কার্যত ভারতীয় মহিলা ব্রিগেড বুলডোজার চালিয়ে দিল তাইল্যান্ডের ওপর দিয়ে। এর আগে চিনের বিপক্ষে ১৫ গোলে হেরেছিল তাইল্যান্ড, এরপর তাঁরা জাপানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল।
আরও পড়ুন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
দীপিকা গোল করেছিলেন ম্যাচের ৩, ১৯, ৪৩ এবং পরের দুটি গোল তিনি করেন একই মিনিটের মধ্যে। অর্থাৎ ৪৫ মিনিটে। প্রীতি দুবে করেন ৯ মিনিট এবং ৪০ মিনিটে দুটি গোল। লালরেমসিয়ামি গোল করেন ১২ এবং ৫৬ মিনিটে। মনিশা চৌহান গোল করেন ৫৫ এবং ৫৮ মিনিটে। জাতীয় দলের জার্সিতে এটাই ছিল তাঁর প্রথম গোল। ভারতের হয়ে অপর দুই গোলদাতা বিউটি ডুং ডুং এবং নবনীত কৌর।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেল। অলিম্পিক্সের রৌপ্য পদকজয়ী চিনের বিরুদ্ধে তারা পরের ম্যাচে খেলতে নামবেন আগামী শনিবার। চিনের গোল পার্থক্য +২১, ভারতের গোল পার্থক্য +১৮। গ্রুপের মোট ৬টি দলের মধ্য থেকে প্রথম চারটি দলের সরাসরি সেমি যাওয়ার কথা। সেক্ষেত্রে ভারত সেমিতে যাচ্ছেই ৯ পয়েন্ট পেয়ে যাওয়ায়। কারণ নিচের সারির চারটি দলের মধ্যে নিজেরা খেলবে, ফলে ভারত কোনওভাবেই ছিটকে যাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।