এফআইএইচ মহিলা নেশনস কাপের শিরোপা জিতল ভারতীয় মহিলা হকি দল। সবিতা রানীর নেতৃত্বে ভারতীয় দল শনিবার ১৭ ডিসেম্বর ভ্যালেন্সিয়ায় ফাইনালে স্বাগতিক স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। FIH দ্বারা আয়োজিত এই টুর্নামেন্ট জিতেছে ভারত। প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আর প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের ফলে ভারতীয় দলটি ২০২৩-২৪ এর প্রো লিগে তার স্থান নিশ্চিত করেছে। প্রো লিগে উঠতে হলে এই টুর্নামেন্ট জেতা দরকার ছিল তাদের।
আরও পড়ুন… Pro Kabaddi 2022: পুনেরি পল্টনকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স
ভারতের হয়ে, অভিজ্ঞ ডিফেন্ডার গুরজিত কউর ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলে টার্গেট করেন এবং সেই শটটি গোলে রূপান্তরিত করেন যা পরবর্তীতে ম্যাচের নির্ণায়ক গোল হিসাবে প্রমাণিত হয়েছিল। কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দল টানা পাঁচটি জয়ের মাধ্যমে আট দেশের এই টুর্নামেন্টে তাদের অভিযান শেষ করেছে।
আরও পড়ুন… ভিডিয়ো: সতীর্থের ভুলে রানআউট, মেজাজ হারালেন বাবর আজম
এর আগে, শুক্রবার সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল। যেখানে দলের অধিনায়ক এবং অভিজ্ঞ গোলরক্ষক সবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় দলের এই জয়ে খুশি হকি ইন্ডিয়াও। তাই তারা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পুরস্কৃত করার ঘোষণা করেছে। হকি অ্যাসোসিয়েশন দলের প্রতিটি খেলোয়াড়কে দুই লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের প্রত্যেক সদস্যকে এক লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।