মঙ্গলবার খো খো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি অবিশ্বাস্য পারফরম্যান্স করে দেখাল। ১৭৫-১৮ ব্যবধানে জয়লাভ করে তারা। শুরু থেকেই নিজেদের আধিপত্য প্রদর্শনের মাধ্যমে হোম টিম বিরাট জয় ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, রক্ষণাত্মক কৌশলগুলিও দক্ষতার সঙ্গে প্রদর্শন করে ভারতের মেয়েরা, যা ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষকে হতবাক করে রেখেছিল। চৈত্র বি, মিরু এবং অধিনায়ক প্রিয়াঙ্কা ইঙ্গলে পরপর 'ড্রিম রান' নিয়ে ভারতের জয়ের সুর বেঁধে দিয়েছিল, প্রথম দুই ব্যাচের প্রত্যেকে একটি করে পয়েন্ট অর্জন করে।
ম্যাচে প্রথম থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় শিবির। প্রথম দিকে লিড নিয়ে নেওয়ার সুবাদে আত্মবিশ্বাসের উপর ভর করে নাসরীন শেখ, প্রিয়াঙ্কা ও রেশমা রাঠোডকে সামনে রেখে পূর্ণশক্তিতে আক্রমণে ঝাপায় টিম ইন্ডিয়া। ভারতের সামনে কার্যত অসহায় দেখায় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের। টার্ন ২ শেষে ভারতের স্কোর ছিল ৯৪-১০। একই ভাবে টার্ন ৩-এ নিজেদের আধিপত্য বজায় রাখে ভারত। টার্ন ৩-এর দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল দক্ষিণ কোরিয়া। শেষ টার্নে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় ১৭৫-১৮। যা নিঃসন্দেহে একটা বড় জয়। এই জয়ের আত্মবিশ্বাস আগামী ম্যাচগুলিতে কাজে লাগাবে ভারতের মেয়েরা।
উল্লেখ্য,শুরু হয়েছে বহু প্রতীক্ষিত খো খো বিশ্বকাপ। অনেকদিন থেকেই কথা চললেও অবশেষে এই বছর থেকে শুরু করা গেল প্রতিযোগিতা। এবারের আয়োজক দেশ ভারত। সোমবার নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় প্রতিযোগিতার। প্রথম ম্যাচে পুরুষদের বিভাগে মুখোমুখি হয়েছিল ভারত এবং নেপাল। শুরুটা বেশ ভালো ভাবেই করে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে নেপালকে ৪২-৩৭ ব্যবধানে হারিয়ে জয় পায় তারা। প্রতীক ওয়াইকার নেতৃত্বে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। খো খো বিশ্বকাপের রাউন্ড-রবিন পর্যায়ের খেলা চলছে এখন। এরপর নকআউট পর্যায়ের ম্যাচ হবে। দলগুলিকে মোট ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, প্রতিটিতে ৫টি দল রয়েছে। খো খো বিশ্বকাপে মোট ৬টি মহাদেশের ২১টি দেশের পুরুষ দল অংশ নিয়েছে। এছাড়াও ২০টি মহিলা দল ও রয়েছে। এখন দেখার প্রতিযোগিতার প্রথম সংস্করণ জিতে ইতিহাস তৈরি করতে পারে কিনা ভারতের পুরুষ এবং মহিলা খো খো দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।