বাংলা নিউজ > ময়দান > মৃত্যুর সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের ক্রিকেটারের, চিকিৎসাধীন গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে

মৃত্যুর সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের ক্রিকেটারের, চিকিৎসাধীন গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে

সিমি সিং। (ছবি সৌজন্যে- ফেসবুক)

নিজের জীবন মরণের লড়াই লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং। দীর্ঘদিন ধরে বিরল জ্বরে আক্রান্ত ছিলেন, পরবর্তীতে কাজ করা বন্ধ করে দেয় লিভার। এখন সেই লিভার প্রতিস্থাপনের আশায় চিকিৎসাধীন গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে। 

আয়ারল্যান্ডের ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার সিমি সিং বর্তমানে তাঁর জীবন-মরণের লড়াই করছেন৷ বেশ কিছুদিন ধরেই লিভারের  সমস্যায় ভুগছিলেন তিনি। বর্তমানে গুরুগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে আয়ারল্যান্ডের এই ক্রিকেটার বর্তমানে লিভার প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন। মোহালিতে জন্মগ্রহণ সিমির, অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৭ স্তরে পঞ্জাবের হয়ে খেলেছিলেন কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করতে ব্যর্থ হয়েছিলেন। এরপর তিনি হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য আয়ারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০০৬ সালে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে যোগ দেন। আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ওডিআই ও ৫৩টি-২০ খেলেছেন সিমি।  তাঁর নামে ৩৯টি ওডিআই উইকেট এবং ৪৪টি টি-২০ উইকেট রয়েছে, ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সেঞ্চুরিও করেছেন তিনি।

সিমি সিংয়ের শ্বশুর পারভিন্দর সিং ক্রিকেটারের শারীরিক পরিস্থিতি সমন্ধে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ‘৬ মাস আগে ডাবলিনে হঠাৎ সিমির এক বিরল জ্বর হয়। সেখানে অনেক পরীক্ষা করা হয় কিন্তু কোনও সঠিক কারণ জানা সম্ভব হয় না।  ডাক্তাররা বুঝে উঠতে ব্যর্থ হয় জ্বরের কারণ।’ পারভিন্দর জানান এর ফলে সিমির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আরও, তাই পরিবার সিদ্ধান্ত নেয় তাঁকে ভারতে নিয়ে আসার।  জুনের শেষে ভারতে আসেন সিমি সহ তাঁর পরিবার।  ভারতে আসার পর চণ্ডীগড়ের PGI-তে তাঁর টিবি পরীক্ষা করা হয় ও সেই অনুযায়ী চিকিৎসা করা হয়।  কিন্তু পরবর্তীতে জানা যায় তাঁর টিবি নেই।  এরপরও জ্বর না কমায় তাঁকে মোহালির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় টিবি নেই ঠিকই তবে যেহেতু ওষুধ খাওয়া শুরু করেছেন ইতিমধ্যেই তাই তার ডোজ শেষ করতে হবে।  একই সঙ্গে সিমির শরীরে স্টেরয়েডের প্রয়োগও করা হয়।  

এতকিছুর পরও সিমির জ্বর না কমায় অগস্টের শেষে ফের তাঁকে চণ্ডীগড়ের PGI-তে নিয়ে আসা হয়।  সেখানে ডাক্তাররা পরীক্ষার পর জানতে পারে সিমির লিভার কাজ করছে না।  তাদের তরফ থেকে পরিবারকে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের তরফে আশঙ্কা প্রকাশ করা হয় হয়তো সিমি কোমায় চলে যাবেন, সেক্ষেত্রে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হবে না।  পরিবারের তরফে ৩ সেপ্টেম্বর তাঁকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সূত্রমতে সিমির স্ত্রী একটি লিভার তাঁকে দান করতে চলেছেন। এখন অপেক্ষায় কবে সে সুস্থ হয়ে ওঠেন এবং বাইশ গজে ফের ফিরে আসেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.