বাংলা নিউজ >
ময়দান > প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম পদক তালিকায় প্রথম ২৫-এর মধ্যে জায়গা করে নিল ভারত
প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম পদক তালিকায় প্রথম ২৫-এর মধ্যে জায়গা করে নিল ভারত
Updated: 04 Sep 2021, 06:26 PM IST
Tania Roy
৪টি সোনা ৭টি রুপো ৬টি ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় অ্যাথলিটরা। মোট পদক সংখ্যা ১৭। পদক তালিকার ২৫ নম্বরে রয়েছে ভারত।
1/6এবার টোকিও প্যারালিম্পিক্সে ভারত দুরন্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত মোট ১৭টি পদক জিতেছে ভারত।2/6৪টি সোনা ৭টি রুপো ৬টি ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় অ্যাথলিটরা। পদক তালিকার ২৫ নম্বরে রয়েছে ভারত।3/6প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্স উদ্বুদ্ধ করছে গোটা দেশকে।4/6পদক তালিকার শীর্ষে অবশ্য রয়েছে চিন। তাদের পদক সংখ্যা ১৯৩টি। সোনাই পেয়েছে ৯০টি। 5/6১১৯টি পদক জিতে গ্রেট ব্রিটেন দুইয়ে রয়েছে। তারা সোনা পেয়েছে ৪০টি। ৯৯টি পদক জিতে আমেরিকা রয়েছে তিনে। ৩৫টি সোনা জিতেছে তারা।6/6আরপিসি ১১৩টি পদক জিতলেও ৩৫টি সোনা দিয়ে পদক তালিকার চারে রয়েছে। ইউক্রেন আবার ৯৮টি পদকের মধ্যে ২৪টি সোনা জিতেছে। অন্য গ্যালারিগুলি