শুভব্রত মুখার্জি: ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন ভারতীয় মহিলা টেনিসের অন্যতম সেরা তারকা সানিয়া মির্জা। সানিয়া পরবর্তীতে ভারতীয় টেনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার রয়েছে অঙ্কিতা রায়নার কাঁধে। চলতি বিলি জিন কিং কাপে তিনি নিরাশ করলেন না। একার কাঁধেই কার্যত টেনে নিয়ে গেলেন গোটা দলকে। অঙ্কিতার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ভারত হারিয়ে দিল থাইল্যান্ডকে। অঙ্কিতা নিজের দুটি ম্যাচেই পেলেন জয়। দিনের শেষে ভারত ২-১ ফলে হারিয়ে দিল থাইল্যান্ডকে।
আরও পড়ুন…. দলে তরুণ ভর্তি, আস্থা রাখতে হবে- অনেক খাটার পর প্রথম জয় পেয়ে খুশি রোহিত
বিলি জিন কিং কাপের প্রথম দিনের এশিয়া/ওশিয়ানিয়া জোনের গ্রুপ-১'র লড়াইতে মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে এ দিন কাজে লাগান অঙ্কিতা। একটা সময়ে পিছিয়ে পড়া ভারতীয় দলকে উজ্জীবিত করে লড়াইতে ফেরান। জেতেন টাইয়ের দ্বিতীয় সিঙ্গেলস ম্যাচটি। এরপর রুতুজা ভোষলের সঙ্গে জুটি বেঁধে ডাবলসেও ভারতের পক্ষে জয় এনে দেন। ফলে নিশ্চিত হয় ২-১ ফলে ভারতের এই টাই জয়। এ দিনের টাইতে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। রুতুজা ভোষলে তাঁর প্রথম ম্যাচেই হেরে বসেন।
আরও পড়ুন…. ধোনির 'এলিট' রেকর্ড ভেঙে IPL-এর ভিউয়ারশিপে RCB vs LSG ম্যাচে নয়া নজির!
পুল-এ'র এই লড়াইতে কোনরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি রুতুজা। ২-৬, ১-৬ ফলে হেরে যেতে হয় তাঁকে। গোটা ম্যাচে নিজের সার্ভিস নিয়ে বারবার সমস্যায় পড়তে হয় রুতুজাকে। রুতুজার প্রথম সার্ভিস ও তাঁকে যথেষ্ট ভোগায়। লুকসিকা কুমকুম থাইল্যান্ডকে এগিয়ে দেওয়ার পরে সমস্ত চাপ এসে পড়ে অঙ্কিতার উপরে। পিয়াঙ্গটার্ন লিপিউচের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জেতেন অঙ্কিতা। খেলার ফল তাঁর পক্ষে ৫-৭, ৬-১, ৬-৩। ফলে টাইয়ের ফল দাঁড়ায় ১-১। ডাবলসে আবার রায়না-রুতুজা জুটি পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ভারতকে জয় এনে দেন। কুমকুম এবং লিপিউচের জুটির বিরুদ্ধে ভারতীয় জুটি জেতে ৪-৬, ৬-৩, ৬-২ ফলে। বুধবার ভারত তাদের পরবর্তী টাইয়ে খেলবে আয়োজক উজবেকিস্তানের বিরুদ্ধে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup