বাংলা নিউজ > ময়দান > INDW vs AUSW: ভারতের জয়ে রেকর্ড বইয়ে হরমনপ্রীত, এমন ক্যাপ্টেন্সি নজির ছেলেদের ক্রিকেটে কারও নেই

INDW vs AUSW: ভারতের জয়ে রেকর্ড বইয়ে হরমনপ্রীত, এমন ক্যাপ্টেন্সি নজির ছেলেদের ক্রিকেটে কারও নেই

স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউর। ছবি- পিটিআই।

India Women vs Australia Women 2nd T20I: সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে সুপার ওভারে পরাজিত করে ভারতের মহিলা ক্রিকেট দল। সেই সুবাদে ভারতের প্রথম ক্যাপ্টেন হিসেবে অনন্য এক নজির গড়েন হরমনপ্রীত কউর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল জয় তুলে নেওয়া মাত্রই ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত এক নজির গড়েন হরমনপ্রীত কউর। এমন এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হরমনপ্রীত, যে কৃতিত্ব ছেলেদের ক্রিকেটে কারও নেই। যদিও মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন পালক রয়েছে আরও দুই ক্যাপ্টেনের মুকুটে।

আসলে ছেলে ও মেয়েদের মিলিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের প্রথম ক্যাপ্টেন হিসেবে ৫০টি ম্যাচ জয়ের নজির গড়েন হরমনপ্রীত। যদিও কউরের নেতৃত্বে একটি ম্যাচ ভারত সুপার ওভারে জেতায় সেটি টাই হিসেবে চিহ্নিত হয়ে থাকবে রেকর্ড বইয়ে।

হরমনপ্রীত কউর মোট ৮৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন। একটি সুপার ওভারের জয় (টাই)-সহ তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া জেতে ৫০টি ম্যাচে। হেরেছে ৩১টি ম্যাচ। পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ।

আরও পড়ুন:- LPL 2022: মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি, লঙ্কা প্রিমিয়র লিগে ঝড় তুলে KKR-কে আশ্বস্ত করলেন তারকা ওপেনার

ছেলেদের ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ৪১টি টি-২০ জয়ের রেকর্ড রয়েছ মহেন্দ্র সিং ধোনির নামে। তিনি ৭২টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন। গত কমনওয়েলথ গেমসের আসরেই ধোনির সেই রেকর্ড ভেঙে দেন হরমনপ্রীত।

সার্বিকভাবে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ৪২টি করে ম্যাচ জিতেছেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান ও আফগানিস্তানের আসগর আফগান।

আরও পড়ুন:- IND vs BAN: 'মনে হচ্ছে বিষয়টা সত্যি!' ১২ বছর পরে ভারতের টেস্ট দলে ফিরে ঘোর কাটেনি উনাদকাটের

মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ৬৮টি করে ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস ও অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। তার পরেই রয়েছেন হরমনপ্রীত।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে সব থেকে বেশি টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি করার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন হরমনপ্রীত। এডওয়ার্ডস ৯৩টি ও ল্যানিং ৯২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ছেলেদের ক্রিকেটে সব থেকে বেশি ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অ্যারন ফিঞ্চ।

বন্ধ করুন