IND-W vs AUS-W: ৪ বারেও পারল না, সুপার ওভারে ব্যর্থতা সঙ্গী অজিদের, প্রথম বারেই বাজিমাত হরমনদের
Updated: 12 Dec 2022, 12:25 AM ISTঅজিদের বিরুদ্ধে টানটান উত্তেজনার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত সুপার ওভারে ম্যাচ জেতে। অজিরা প্রথমে ব্যাট করে ১৮৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভারতও নির্দিষ্ট ২০ ওভারে ১৮৭ রান করে। ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায় খেলা। আর তাতেই বাজিমাত করেন হরমনপ্রীতরা।
টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হরমনপ্রীত কাউর। ভারতীয় বোলারদের খারাপ বোলিংয়ের সুযোগ নিয়ে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। দীপ্তি শর্মা শুরুতেই অ্যালিসা হিলিকে (১৫ বলে ২৫ রান) আউট করেছিলেন। এর পর ভারত কিন্তু আর কোনও উইকেট ফেলতে পারেনি অস্ট্রেলিয়ার। তালিয়া এবং বেথ মুনি মিলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে। আর এই দুই তারকার হাত ধরেই অস্ট্রেলিয়া করে ফেলে ১৮৭ রান। ৫৪ বলে অপরাজিত ৮২ করেন বেথ মুনি। ৫১ বলে ৭০ করেন তালিয়া।
পরবর্তী ফটো গ্যালারি