বাংলা নিউজ > ময়দান > INDW vs AUSW: তারকা অল-রাউন্ডারকে ছাড়াই শক্তিশালী অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামবে ভারত, ঘোষিত হল দল

INDW vs AUSW: তারকা অল-রাউন্ডারকে ছাড়াই শক্তিশালী অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামবে ভারত, ঘোষিত হল দল

ছিটকে গেলেন পূজা। ছবি- এএফপি।

India Women vs Australia Women T20Is: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল ভারত।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। ১৫ জনের স্কোয়াডে নাম নেই তারকা অল-রাউন্ডার পূজা বস্ত্রকারের।

পূজা কেন দলে নেই, কারণ জানিয়েছে বিসিসিআই। দল ঘোষণার বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফে জানানো হয়েছে যে, চোটের জন্যই জাতীয় নির্বাচকরা বস্ত্রকারের নাম বিবেচনা করেননি।

পূজা না থাকলেও হাই-প্রোফাইল এই সিরিজের জন্য শক্তিশালী দল বেছে নেয় ভারত। হরমনপ্রীতের নেতৃত্বে টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রথমসারির প্রায় সব তারকাই। যথারীতি বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ জায়গা করে নিয়েছেন মূল স্কোয়াডে।

আরও পড়ুন:- IND vs BAN: রবিবার শুরু ODI সিরিজ, বাংলাদেশে পৌঁছে গেলেন রোহিত-কোহলিরা, শেষ মুহূর্তে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আগামী ৯ ডিসেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। পরের চারটি ম্যাচ আযোজিত হবে যথাক্রমে ১১, ১৪, ১৭ ও ২০ ডিসেম্বর তারিখে। পাঁচটি ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ২টি স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল:- হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং ঠাকুর, মেঘনা সিং, অঞ্জলি সর্বানি, দেবিকা বৈদ্য, সাবভিনেনি মেঘনা, রিচা ঘোষা (উইকেটকিপার) ও হার্লিন দেওয়ল।
নেট বোলার:- মণিকা প্যাটেল, অরুন্ধতী রেড্ডি, এসবি পখারকর, সিমরন বাহাদুর।

আরও পড়ুন:- মদন লাল ও আরপি সিংয়ের পরিবর্ত খুঁজে নিল BCCI, উপদেষ্টা কমিটির নতুন দুই সদস্যের নাম জানাল বোর্ড

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি:-
৯ ডিসেম্বর (শুক্রবার): প্রথম টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১১ ডিসেম্বর (রবিবার): দ্বিতীয় টি-২০ (ডিওয়াই পাতিল স্টেডিয়াম)
১৪ ডিসেম্বর (বুধবার): তৃতীয় টি-২০ (সিসিআই)
১৭ ডিসেম্বর (শনিবার): চতুর্থ টি-২০ (সিসিআই)
২০ ডিসেম্বর (মঙ্গলবার): পঞ্চম টি-২০ (সিসিআই)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন