বাংলা নিউজ > ময়দান > INDW vs AUSW: গত ম্যাচের হতাশা দূরে সরিয়ে তৃতীয় ম্যাচের শুরুতেই অনন্য নজির গড়লেন ঝুলন গোস্বামী

INDW vs AUSW: গত ম্যাচের হতাশা দূরে সরিয়ে তৃতীয় ম্যাচের শুরুতেই অনন্য নজির গড়লেন ঝুলন গোস্বামী

তৃতীয় ওয়ান ডেতে উইকেট নেওয়ার পরে ঝুলনকে অভিনন্দন সতীর্থদের। ছবি- টুইটার (@BCCIWomen)।

ঝুলনের প্রথম স্পেলে ছয় ওভারে ১৫ রানের বিনিময়ে দুই উইকেটে তুলে নেওয়ার জেরেই কিছুটা ব্যাকফুটে চলে যায় অজিরা।

দ্বিতীয় ওয়ান ডেতে নাটকীয় পরিস্থিতিতে ভারতকে হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া মহিলা দল। নো বলের চূড়ান্ত নাটকের মধ্যমণি ছিলেন বোলার ঝুলন গোস্বামী। সেই হতাশার দু দিন পরেই তৃতীয় ওয়ান ডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য এক নজির গড়ে ফেললেন বঙ্গতনয়া। 

প্রায় দুই দশকের ক্রিকেট কেরিয়ারে এতদিনে সবকিছুরই প্রায় অভিজ্ঞতা হয়ে গিয়েছে ঝুলনের। তিনি ভালভাবেই  জানেন ক্রীড়াজগতে হতাশা বা সাফল্য কোনকিছুই চিরস্থায়ী নয়। দ্বিতীয় ওয়ান ডেতে চূড়ান্ত হতাশার পর তৃতীয় ওয়ান ডেতে ফের এই প্রবাদেরই উদাহরণ দেখা গেল। কিংবদন্তী ভারতীয় ফাস্ট বোলার রেচেল হাইন্সকে ইনিংসের নয় নম্বর ওভারের প্রথম বলে আউট করেই নিজের কেরিয়ারে ৬০০তম উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। ৩৮ বছরের ঝুলন মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে এমনিতেই সর্বকালের সর্বাধিক উইকেটের মালিক। পাশপাশি এই অনবদ্য নজির নিঃসন্দেহে ফের তাঁর ক্রিকেটার হিসাবে দীর্ঘ সময়ের সাফল্য এবং দক্ষতার পরিচয় দেয়।

প্রসঙ্গত, একই ওভারে মেগ ল্যানিংকেও শূন্য রানে সাজঘরে ফেরান চাকদহের মেয়ে। মূলত ঝুলনের প্রথম স্পেলে ছয় ওভারে ১৫ রানের বিনিময়ে দুই উইকেটে তুলে নেওয়ার জেরেই কিছুটা ব্যাকফুটে চলে যায় অজিরা। এই নজিরের পর ঝুলনের সামনে অদূর ভবিষ্যতে আরও এক নজিরের হাতছানি রয়েছে। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে তিনি ২৫০ ওয়ান ডে উইকেট নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন। ভারতীয় সমর্থকরা চাইবেন কেরিয়ারের সায়াহ্নে এসেও ঝুলন যেন এভাবেই আরও একাধি রেকর্ড ভাঙেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.