INDW vs AUSW: দ্বিতীয় ম্যাচে নামার আগে ওপেনার মন্ধনাকে আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ ক্ষুব্ধ মিতালির
1 মিনিটে পড়ুন . Updated: 23 Sep 2021, 06:36 AM IST- প্রথম ম্যাচে স্মৃতি মন্ধনা ১৮ বল খেলে ব্যক্তিগত ১৬ রানে আউট হন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে নয় উইকেটে হতাশাজনক হারের সম্মুখীন হতে হয় ভারতকে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টিকে থাকতে হলে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অজিদের দ্বিতীয় ম্যাচে হারাতেই হবে ভারতকে। এমন অবস্থায় দলের ওপেনিং ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়ার ডাক দিলেন অধিনায়ক মিতালি রাজ।
প্রথম ওয়ান ডেতে মহিলা দলের পঞ্চাশ ওভারের অধিনায়ক মিতালি রাজের ৬৩ এবং শেষেরদিকে রিচা ঘোষের ঝোড়ো ৩২ ও ঝুলন গোস্বামীর ২০ রানের সুবাদে কোনক্রমে ২২৫ রান করতে পারে ভারত। অজিরা অতি সহজেই সেই রান তুলে নেয়। ইনিংসের শুরুতে শেফালি বর্মা (৮ রান) ও স্মৃতি মন্ধনা (১৬) রানে দ্রুত সাজঘরে ফিরে যাওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই দিকেই ইঙ্গিত করে মিতালি দলের ওপেনার বিশেষত স্মৃতি মন্ধনাকে আরও দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দেন।
মিতালি রাজ বলেন, ‘ওপেনিং পার্টনারশিপ যদি দলের শুরুটা ভালভাবে করতে পারে, তাহলে নিঃসন্দেহে মিডল অর্ডারও সেই গতিটা বজায় রেখে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। স্মৃতি তো বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তাই ওর থেকে তো আমাদের কিছু রানের আশা থাকবেই।’ দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় ওপেনাররা মিতালির সমালোচনার জবাব দিতে পারেন কি না, এখন সেটাই দেখার।