বাংলা নিউজ > ময়দান > ব্যর্থ স্মৃতি-শেফালি-জেমিমা ত্রয়ী, শেষবেলায় ব্যাট চালিয়ে ভারতকে লড়াইয়ের রসদ জোগালেন পূজা

ব্যর্থ স্মৃতি-শেফালি-জেমিমা ত্রয়ী, শেষবেলায় ব্যাট চালিয়ে ভারতকে লড়াইয়ের রসদ জোগালেন পূজা

দাপুটে ব্যাটিং পূজার। ছবি- আইসিসি।

রাজেশ্বরীকে নিয়ে শেষ উইকেটের জুটিকে অনবদ্য নজির পূজা বস্ত্রকারের।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারত ব্যাট হাতে দাপট দেখালেও বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায় খেলা। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না ভারতের ব্যাটাররা। কারারা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের মহিলা ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়।

টপ অর্ডারের তিন তারকা স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা ও জেমিমা রডরিগেজ ব্যাট হাতে ব্যর্থ হন। মন্ধনা ১, শেফালি ৩ ও জেমিমা ৭ রান করে আউট হন। মাত্র তিনজন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন। ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ২৮ রান করে সাজঘরে ফেরেন। ২০ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন।

দীপ্তি শর্মা করেন ১৬ রান। যদিও ১৯টি বল খরচ করেন তিনি। পূজা বস্ত্রকার শেষবেলায় ব্যাট চালিয়ে ভারতকে লড়াই করার রসদ এনে দেন। পূজা ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

এছাড়া বাংলার রিচা ঘোষ আউট হন ২ রান করে। যস্তিকা ভাটিয়া ৮ রান করে সাজঘরে ফেরেন। শিখা পান্ডে ও রেনুকা সিং উভয়েই ১ রান করে যোগদান রাখেন। ৪ বলে খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি রাজেশ্বরী। ২টি করে উইকেট নেন টাইলা ও সোফি।

উল্লেখযোগ্য বিষয় হল, রেনুকা আউট হওয়ার পর ভারতের স্কোর ছিল ৯ উইকেটে ৮১। রাজেশ্বরীর সঙ্গে দশম উইকেটের জুটিতে ৩৭ রান যোগ করেন পূজা। মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শেষ উইকেটের জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘এমন শাস্তি হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’, আরজি কর নিয়ে সৌরভ শরীরের এই সব অংশে তিল! তাহলে ধনী হওয়া কেউ আটকাতে পারবে না! এবার পুজোতে ফিরে আসুন, বার্তা মমতার, নেটপাড়া বলল ‘RG করের জাস্টিস নিয়েই ফিরব’ সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো ময়নাতদন্ত নিয়ে প্রশ্নবিদ্ধ রাজ্য, তার মাঝেই আন্দোলন বন্ধের চেষ্টা, কী কী বলল SC? ক্লাসেন, মিলার, রাবাদা কেউ নেই, আফগান ও আইরিশদের বিরুদ্ধে আনকোরা দল দঃআফ্রিকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, তথ্য দিলেন স্বাস্থ্য সচিব ‘উৎসবে ফিরে আসুন…’ পুজো অনুদান ‘না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব,’ কড়া মমতা Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.