কভার ও পয়েন্টের মাঝখান দিয়ে নিখুঁত কাট শটে বল বাউন্ডারিতে পাঠালেন মেগ ল্যানিং। তা সত্ত্বেও তাঁকে ফিরতে হয় সাজঘরে। ভারতের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে দুর্ভাগ্যজনক হিট-উইকেট হয়ে ক্রিজ ছাড়েন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
কারারা ওভালে টস জিতে ভারত প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়াকে। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার অ্যালিসা হিলিকে ফিরিয়ে দেন রেনুকা সিং। ব্যাট হাতে ক্রিজে আসেন ল্যানিং। বেথ মুনিকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লে-র ৬ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন তিনি। তবে বিপত্তি দেখা দেয় পাওয়ার প্লে-র ঠিক পরেই।
ইনিংসের সপ্তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের শেষ বলে অনবদ্য কাট শট খেলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। তবে পিছনের পায়ে ভর দিয়ে শট খেলার সময় ক্রিজের অনেকটা গভীরে পৌঁছে যান তিনি। শট খেলার সময় ল্যানিংয়ের ব্যাট লেগে যায় স্টাম্পে। বল বাউন্ডারিতে পৌঁছে গেলেও চার রান সংগ্রহ করার বদলে আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় ল্যানিংকে।
২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন ল্যানিং। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪৯ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন বেথ মুনি (৬১)। ম্যাকগ্রা করেন ৪৪ রান। ২টি উইকেট নেন রাজেশ্বরী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।