বাংলা নিউজ > ময়দান > INDW vs ENGW: 'বর্তমানে আগ্রাসী ও নির্ভীকভাবেই ক্রিকেট খেলা হয়', সিরিজ হেরে ব্যাটারদের দুষলেন রমেশ পাওয়ার

INDW vs ENGW: 'বর্তমানে আগ্রাসী ও নির্ভীকভাবেই ক্রিকেট খেলা হয়', সিরিজ হেরে ব্যাটারদের দুষলেন রমেশ পাওয়ার

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে স্নেহ রানা। ছবি- পিটিআই।

ওয়ান ডে সিরিজ ২-১-এ হারার পর, টি-টোয়েন্ট সিরিজেও একই ব্যবধানে পরাস্ত হয় হরমনপ্রীত কউরের দল।

টেস্ট ম্যাচ কোনরকমে বাঁচানোর পর ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, দুই সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে পরাস্ত হয়েছে। দলের ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দীপ দাশগুপ্তর মতো অনেক বিশেষজ্ঞই যুগোপযোগী ক্রিকেট না খেলায় দলের দিকে আঙুল তুলেছেন। এবার খোদ কোচ রমেশ পাওয়ারও সেই দিকেই ইঙ্গিত করলেন।

মূলত দলের ব্যাটসম্যানদের লক্ষ্য করে পাওয়ার বলেন, ‘আমাদের আরও নির্ভীক হওয়া দরকার। ওরা এক আদর্শের ওপর নির্ভর করে এতদিন ধরে ক্রিকেট খেলছে এবং প্রথম সিরিজেও আমি ওদের খেলা সম্পূর্ণ বদলে ফেলতে বলতে পারি না। ওদের কার জন্য কী ধরনের খেলা মানানসই, আমাদের সেই বিষয়টা খতিয়ে দেখতে হবে।’ 

ভারতীয় দলের ব্যাটিং মনোভাবে কীভাবে পরিবর্তন করা সম্ভব সেই উপায়ও বাতলে দিয়েছেন পাওয়ার। ‘ওদের ওই মনোভাব বদলানোর জন্য সবার আগে ওদেরকে ব্যাপারটা বোঝাতে হবে। এই প্রক্রিয়ার জন্য বেশ সময় ও আলোচনার প্রয়োজন। বর্তমান সময়ে আগ্রাসী ও নির্ভীকভাবেই ক্রিকেট খেলা হয়ে থাকে। দুইভাবে এই কাজ সম্পন্ন করা যায়। হয় ক্রিকেটারদের ধীরে ধীরে নিজেদেরখেলায় বদল ঘটাতে হবে, নয়তো অন্য ক্রিকেটারদের মিডল অর্ডারে সুযোগ দিতে হবে যারা দ্রুত গতিতে রান করতে সক্ষম।’ মত ভারতীয় কোচের।

বন্ধ করুন