বাংলা নিউজ > ময়দান > INDW vs ENGW: বিউমন্ট- নাতালির জোড়া ফলায় বিদ্ধ ভারত, দাপুটে জয় ইংল্যান্ডের
দাপুটে জয় ইংল্যান্ডের। ছবি- আইসিসি।

INDW vs ENGW: বিউমন্ট- নাতালির জোড়া ফলায় বিদ্ধ ভারত, দাপুটে জয় ইংল্যান্ডের

ভারতের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন মিতালি রাজ। যদিও ব্যর্থ হয় তাঁর লড়াই।

ব্রিস্টলে সিরিজের একমাত্র টেস্ট ড্র হয়েছে। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ৮ উইকেটে পরাজিত করে ভারতের মেয়েদের।

27 Jun 2021, 10:01:56 PM IST

ম্যাচের সেরা বিউমন্ট

৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ট্যামি বিউমন্ট।

27 Jun 2021, 09:47:49 PM IST

ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

ভারতের ৮ উইকেটে ২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০২ রান তুলে নেয়। ৮ উইকেটে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। বিউমন্ট ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। নাতালি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন।

27 Jun 2021, 09:31:19 PM IST

নাতালির হাফ-সেঞ্চুরি

৭টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাতালি।

27 Jun 2021, 09:30:26 PM IST

৩০ ওভারে ইংল্যান্ড ১৫৩/২

৩০ ওভারে ইংল্যান্ড ২ উইকেটে ১৫৩ রান তুলেছে। বিউমন্ট ৭৫ ও নাতালি ৩৮ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 09:29:43 PM IST

ইংল্যান্ড ১৫০

২৯তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

27 Jun 2021, 09:01:57 PM IST

২৫ ওভারে ইংল্যান্ড ১২৫/২

২৫ ওভারে ইংল্যান্ড ২ উইকেটে ১২৫ রান তুলেছে। বিউমন্ট ৬২ ও নাতালি ২৫ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 08:47:35 PM IST

২০ ওভারে ইংল্যান্ড ১০৩/২

২০ ওভারে ইংল্যান্ড ২ উইকেটে ১০৩ রান তুলেছে। বিউমন্ট ৫২ ও নাতালি ১৩ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 08:46:46 PM IST

নাতালির ক্যাচ মিস

২০তম ওভারে হরমনপ্রীতের বলে নাতালির ক্যাচ মিস করেন একতা।

27 Jun 2021, 08:45:38 PM IST

বিউমন্টের হাফ-সেঞ্চুরি

৯টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিউমন্ট।

27 Jun 2021, 08:38:52 PM IST

ইংল্যান্ড ১০০

১৯তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

27 Jun 2021, 08:31:13 PM IST

নাইট আউট

দ্বিতীয় উইকেটের জুটি ভাঙল ভারত। ১৬তম ওভারের পঞ্চম বলে হেথার নাইটকে বোল্ড করেন একতা বিস্ট। ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। ইংল্যান্ড ৮৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নাতালি সিভার।

27 Jun 2021, 08:25:08 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৮২/১

১৫ ওভার শেষ ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। বিউমন্ট ৪৪ ও নাইট ১৮ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 08:07:47 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ৬১/১

১০ ওভার শেষ ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৬১ রান তুলেছে। বিউমন্ট ২৯ ও নাইট ১২ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 07:59:16 PM IST

ইংল্যান্ড ৫০

অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

27 Jun 2021, 07:44:11 PM IST

উইনফিল্ড-হিল আউট

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন ঝুলন গোস্বামী। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে উইনফিল্ড-হিলকে আউট করেন ঝুলন। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৬ রান করে তানিয়া ভাটিয়ার দস্তানায় ধরা পড়ে যান ইংল্যান্ডের ওপেনার। ইংল্যান্ড দলগত ২৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেথার নাইট।

27 Jun 2021, 07:27:02 PM IST

ইংল্যান্ডের রান তাড়া করা শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বিউমন্ট ও উইনফিল্ড-হিল। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী।

27 Jun 2021, 07:11:49 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

সোফি একলেস্টোন ৪০ রানে ৩টি, অ্যানা শ্রুবসোল ৩৩ রানে ২টি, ক্যাথেরিন ব্রান্ট ৩৫ রানে ২টি ও কেট ক্রস ২৩ রানে ১টি উইকেট নেন।

27 Jun 2021, 07:10:07 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

মন্ধনা ১০, শেফালি ১৫, পুণম ৩২, মিতালি ৭২, হরমনপ্রীত ১, দীপ্তি ৩০, পূজা ১৫, তানিয়া ৭, শিখা অপরাজিত ৩ ও ঝুলন অপরাজিত ১ রান করেন।

27 Jun 2021, 06:53:48 PM IST

ভারত নির্ধারিত ৫০ ওভারে ২০১/৮

ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। সুতরাং জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২০২ রান।

27 Jun 2021, 06:47:58 PM IST

তানিয়া আউট

৪৯তম ওভারে ব্রান্টের চতুর্থ বলে স্টাম্প আউট হন তানিয়া ভাটিয়া। ১২ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১৯৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গোস্বামী।

27 Jun 2021, 06:40:29 PM IST

পূজা আউট

৪৮তম ওভারে একলেস্টোনের দ্বিতীয় বলে আউট হলেন পূজা বস্ত্রকার। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। ভারত ১৯২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শিখা পান্ডে।

27 Jun 2021, 06:35:34 PM IST

মিতালি আউট

৪৬তম ওভারে একলেস্টোনের তৃতীয় বলে বোল্ড হলেন মিতালি রাজ। ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন মিতালি। ভারত ১৮০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার তানিয়া ভাটিয়া।

27 Jun 2021, 06:24:03 PM IST

ভারত ১৫০

৪৩তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে।

27 Jun 2021, 06:12:21 PM IST

দীপ্তি আউট

৪২তম ওভারে শ্রুসোলের তৃতীয় বলে এলবিডব্লিউ হন দীপ্তি শর্মা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৩০ রান করেন দীপ্তি। ভারত ১৪৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার।

27 Jun 2021, 06:11:39 PM IST

মিতালির হাফ-সেঞ্চুরি

৪টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতালি রাজ।

27 Jun 2021, 06:06:23 PM IST

৪০ ওভারে ভারত ১৩৪/৪

৪০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলেছে। মিতালি ৪৭ ও দীপ্তি ২১ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 05:52:13 PM IST

৩৬ ওভারে ভারত ১২০/৪

৩৬ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। মিতালি ৪১ ও দীপ্তি ১৩ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 05:35:04 PM IST

ভারত ১০০

৩২তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ভারত। ৩২ ওভারে ভারত ১০২/৪।

27 Jun 2021, 05:30:34 PM IST

৩০ ওভারে ভারত ৯০/৪

৩০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। মিতালি ২৩ ও দীপ্তি ৪ রানে ব্যাট করছেন।

27 Jun 2021, 05:25:50 PM IST

হরমনপ্রীত আউট

২৮তম ওভারের দ্বিতীয় বলে একলেস্টোন ফেরালেন হরমনপ্রীত কউরকে। ৭ বলে ১ রান করে জোনসের দস্তানায় ধরা পড়েন হরমনপ্রীত। ভারত ৮৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।

27 Jun 2021, 05:16:09 PM IST

পুণম আউট

২৬তম ওভারের দ্বিতীয় বলে পুণমকে ফেরালেন ক্রস। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৩২ রান করে একলেস্টোনের হাতে ধরা পড়েন রাউত। ভারত দলগত ৮৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর।

27 Jun 2021, 05:15:31 PM IST

২৫ ওভারে ভারত ৮৩/২

২৫ ওভার শেষে ভারত দুই উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে।

27 Jun 2021, 04:56:47 PM IST

২০ ওভারে ভারত ৬২/২

২০ ওভার শেষে ভারত দুই উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে। মিতালি ৩৫ বলে ১২ ও পুণম ৪৬ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন।

27 Jun 2021, 04:38:54 PM IST

ভারত ৫০

ইনিংসের ১৬তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত।

27 Jun 2021, 04:33:04 PM IST

১৫ ওভারে ভারত ৪৫/২

১৫ ওভার শেষে ভারত দুই ওপেনারের উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। মিতালি ১৮ বলে ৫ ও পুণম ৩৩ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন।

27 Jun 2021, 04:13:21 PM IST

মন্ধনা আউট

দশম ওভারের চতুর্থ বলে স্মৃতি মন্ধনাকে বোল্ড করেন অ্যানা শ্রুবসোল। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন মন্ধনা। ভারত দলগত ২৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।

27 Jun 2021, 04:10:08 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন পুণম

নবম ওভারে ব্রান্টের পঞ্চম বলে পুণমকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান ভারতীয় তারকা।

27 Jun 2021, 03:51:17 PM IST

শেফালি আউট

পঞ্চম ওভারের পঞ্চম বলে ক্যাথেরিন ব্রান্ট আউট করেন শেফালি বর্মাকে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করে শ্রুবসোলের হাতে ধরা পড়েন শেফালি। ভারত দলগত ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পুণম রাউত।

27 Jun 2021, 03:45:09 PM IST

৩ ওভারে ভারত ১০/০

৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে। শেফালি ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে ব্যাট করছেন। ১২ বলে ৪ রান করেছেন মন্ধনা। 

27 Jun 2021, 03:32:43 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট।

27 Jun 2021, 03:32:00 PM IST

সবথেকে কম বয়সে তিন ফর্ম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা

মুজিব উর রহমান (আফগানিস্তান, পুরুষ)- ১৭ বছর ৭৮ দিন
সারা টেলর (ইংল্যান্ড, মহিলা)- ১৭ বছর ৮৬ দিন।
এলিস পেরি (অস্ট্রেলিয়া, মহিলা)- ১৭ বছর ১০৪ দিন।
মহম্মদ আমির (পাকিস্তান, পুরুষ)- ১৭ বছর ১০৮ দিন।
শেফালি বর্মা (ভারত, মহিলা)- ১৭ বছর ১৫০ দিন।

27 Jun 2021, 03:25:56 PM IST

 ওয়ান ডে অভিষেক শেফালি ও ডাঙ্কলির

ক'দিন আগেই ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে শেফালি বর্মার। এবার সেই ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধেই ওয়ান ডে ক্যাপ হাতে পেলেন শেফালি। একই কথা প্রযোজ্য ইংল্যান্ডের সোফিয়া ডাঙ্কলির ক্ষেত্রেও। ব্রিস্টলে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মিডল অর্ডার ব্যাটারের। এবার ওয়ান ডে ক্রিকেটেও আত্মপ্রকাশ করলেন তিনি।

27 Jun 2021, 03:14:33 PM IST

ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন

ট্যামি বিউমন্ট, লরেন উইনফিল্ড-হিল, হেথার নাইট (ক্যাপ্টেন), ন্যাট সিভার, অ্যামি জোনস (উইকেটকিপার), সোফিয়া ডাঙ্কলি, ক্যাথেরিন ব্রান্ট, সারা গ্লেন, সোফি একলেস্টোন, অ্যানা শ্রুবসোল ও কেট ক্রস।

27 Jun 2021, 03:12:39 PM IST

বাদ পড়লেন রানা

টেস্টে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়ার পরেও প্রথম ওয়ান ডে ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন স্নেহ রানা।

27 Jun 2021, 03:11:23 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, পুণম রাউত, মিতালি রাজ (ক্যাপ্টেন), হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, শিখা পান্ডে ও একতা বিস্ট।

27 Jun 2021, 03:09:58 PM IST

টস জিতল ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ব্রিস্টলে টস হেরে ভারত শুরুতে ব্যাটিং করবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত', মমতার 'মৃত্যু কামনা' করে ফের বিতর্কে দিলীপ মনে আছে বলিউডের ‘আশিকি' অভিনেতাকে! এ বার বাংলা ছবিতে অভিনয় করবেন রাহুল রায় মেট্রোতে উঠে জোর করে পুরুষ যাত্রীর কোলে বসলেন মহিলা, বললেন ‘নির্লজ্জ হয়ে যাব’ ‘আযোগ্যদের আমরাও বার করতে চেয়েছিলাম’ হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন ব্রাত্য বক্স অফিসে ভরাডুবি LSD 2- দো অউর দো পেয়ারের, ৮০ কোটির গণ্ডি টপকাল করিনার ক্রু RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু 'মানুষের চাকরি যাচ্ছে… আর তিনি ফুর্তি করছেন', SSC রায় নিয়ে অভিজিতকে তোপ দেবাংশুর সলমন আসতে চাহিদা বেড়েছে, আর বিনা পয়সায় দেখা যাবে না বিগ বস ওটিটি? ফের 'সম্পদ পুনর্বণ্টন' নিয়ে তোপ মোদীর, তবে শব্দচয়নে নজর দিয়ে বাদ 'মুসলিম' ‘কাল ছাড়লাম, আজ ধরলাম…’! শোভন-সোহিনীর বিয়ে-চর্চা, বিচ্ছেদ নিয়ে জবাব স্বস্তিকার

Latest IPL News

RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার? MI-এর বিরুদ্ধে দুবার শতরান! IPL-এর ইতিহাসে বিরল নজির গড়লেন যশস্বী জয়সওয়াল জয়পুরে মরুঝড় যশস্বীর ব্যাটে, সন্দীপের ৫ উইকেটে ধুলোয় মিশল MI-এর গরিমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.