বাংলা নিউজ > ময়দান > INDW vs ENGW: শেফালি-মন্ধনা ফিরতেই ধস নামে ইনিংসে, পরপর ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ভারত
শতরান হাতছাড়া করেন শেফালি। ছবি- আইসিসি।

INDW vs ENGW: শেফালি-মন্ধনা ফিরতেই ধস নামে ইনিংসে, পরপর ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ভারত

ইংল্যান্ড ৯ উইকেটে ৩৯৬ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে।

সাত বছর পর ফের টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেল ভারতের মহিলা ক্রিকেট দল। শেষবার তারা টেস্ট খেলেছিল ২০১৪ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

17 Jun 2021, 11:50:07 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

নাইট ৬ ওভার বল করে ৫টি মেডেন-সহ মাত্র ১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন নাতালি, কেট ও একলেস্টোন।

17 Jun 2021, 11:48:51 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

মন্ধনা ৭৮, শেফালি ৯৬, পুণম ২, শিখা ০, মিতালি ২, হরমনপ্রীত অপরাজিত ৪ রান করেন। ০ রানে নট-আউট রয়েছেন দীপ্তি।

17 Jun 2021, 11:11:14 PM IST

দ্বিতীয় দিলেন খেলা শেষ

ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলেছে। দিনের শেষ বেলায় ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। হরমনপ্রীত ৪ ও দীপ্তি ০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের নিরিখে ভারত এখনও পিছিয়ে ২০৯ রানে।

17 Jun 2021, 11:02:10 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন হরমনপ্রীত

৬০তম ওভারের ওকলেস্টোনের প্রথম বলে আম্পায়ার এলবিডব্লিউ দেন হরমনপ্রীতকে। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

17 Jun 2021, 11:01:19 PM IST

পুণম আউট

৫৯তম ওভারে নাইটের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন পুণম। ৩১ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১৮৩ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।

17 Jun 2021, 11:00:06 PM IST

মিতালি আউট

৫৮তম ওভারে একলেস্টোনের দ্বিতীয় বলে বিউমন্টের হাতে ধরা পড়েন মিতালি। ২৩ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত ১৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত।

17 Jun 2021, 10:56:44 PM IST

শিখা আউট

৬৬তম ওভারে নাইটের শেষ বলে কট অ্যান্ড বোল্ড হন শিখা। ৬ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৭৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।

17 Jun 2021, 10:55:12 PM IST

মন্ধনা আউট

৫৫তম ওবারে নাতালির তৃতীয় বলে ব্রান্টের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৫৫ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন স্মৃতি। ভারত ১৭৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শিখা পান্ডে।

17 Jun 2021, 10:16:20 PM IST

৫০ ওভারে ভারত ১৬৭/১

৫০ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে। মন্ধনা ৬৬ ও পুণম ০ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 10:12:43 PM IST

শেফালি আউট

নিশ্চিত শতরান হাতছাড়া করলেন শেফালি বর্মা। বড় শট নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার চেষ্টায় উইকেট দিয়ে আসেন ভারতীয় ওপেনার। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শেফালি ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ৯৬ রান করে আউট হন। ৪৯তম ওভারে কেট ক্রসের পঞ্চম বলে শ্রুবসোলের হাতে ধরা পড়েন ভারতীয় তারকা। ভারত ১৬৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পুণম রাউত।

17 Jun 2021, 10:06:16 PM IST

৪৮ ওভারে ভারত ১৬৩/০

ভারত ৪৮ ওভারে বিনা উইকেটে ১৬৩ রান তুলেছে। শেফালি ৯২ ও মন্ধনা ৬৬ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 10:05:21 PM IST

ভারত ১৫০

৪৬তম ওভারে একলেস্টোনের দ্বিতীয় বলে ছক্কা মেরে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান শেফালি।

17 Jun 2021, 09:40:39 PM IST

৪০ ওভারে ভারত ১৩৩/০

ভারত ৪০ ওভারে বিনা উইকেটে ১৩৩ রান তুলেছে। শেফালি ৬৭ ও মন্ধনা ৬১ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 09:09:18 PM IST

৩২ ওভারে ভারত ১১৩/০

ভারত ৩২ ওভারে বিনা উইকেটে ১১৩ রান তুলেছে। শেফালি ৫৭ ও মন্ধনা ৫১ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 09:06:29 PM IST

মন্ধনার হাফ-সেঞ্চুরি

৩১তম ওভারের পঞ্চম বলে ব্রান্টকে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

17 Jun 2021, 09:04:12 PM IST

ভারত ১০০

২৯তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে।

17 Jun 2021, 09:03:42 PM IST

শেফালির হাফ-সেঞ্চুরি

২৮তম ওভারের দ্বিতীয় বলে একলেস্টোনকে চার মেনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি বর্মা। ৮৩ বলে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছতে তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্য নেন। অভিষেক টেস্ট ইনিংসের হাফ-সেঞ্চুরি করলেন ১৭ বছর বয়সী ওপেনার। 

17 Jun 2021, 09:00:51 PM IST

২৫ ওভারে ভারত ৭৭/০

ভারত ২৫ ওভারে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে। শেফালি ৪৪ ও মন্ধনা ২৮ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 08:35:54 PM IST

চায়ের বিরতি

ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ২৩ ওভারে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে। শেপালি ৩৫ ও মন্ধনা ২৭ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 08:34:10 PM IST

২০ ওভারে ভারত ৫১/০

ভারত ২০ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলেছে। শেফালি ২৭ ও মন্ধনা ২৩ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 07:56:16 PM IST

ভারত ৫০

ইনিংসের ১৮তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত।

17 Jun 2021, 07:45:56 PM IST

১৫ ওভারে ভারত ৪৬/০

ভারত ১৫ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলেছে। শেফালি ২৭ ও মন্ধনা ১৮ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 07:44:51 PM IST

ছক্কা হাঁকালেন শেফালি

১৩তম ওভারে নাতালির পঞ্চম বলে ছক্কা হাঁকান শেফালি। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে ছক্কা মারান নজির গড়েন তিনি।

17 Jun 2021, 07:43:39 PM IST

১০ ওভারে ভারত ২৩/০

ভারত ১০ ওভারে বিনা উইকেটে ২৩ রান তুলেছে। শেফালি ১৭ ও মন্ধনা ৬ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 07:06:16 PM IST

৫ ওভারে ভারত ৭/০

ভারত ৫ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছে। শেফালি ৫ ও মন্ধনা ২ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 06:46:52 PM IST

ভারতের ইনিংস শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন দুই আগ্রাসী ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট।

17 Jun 2021, 06:40:02 PM IST

ভারতের বোলিং

স্নেহ রানা ১৩১ রানে ৪টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৬৫ রানে ৩টি উইকেট দখল করেন। পূজা বস্ত্রকার নেন ৫৩ রানে ১ উইকেট। ঝুলন ৫৮ রানে ১টি উইকেট নিয়েছেন।

17 Jun 2021, 06:38:43 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং

উইনফিল্ড ৩৫, বিউমন্ট ৬৬, নাইট ৯৫, নাতালি ৪২, জোনস ১, সোফি অপরাজিত ৭৪, জর্জিয়া ৫, ক্যাথেরিন ৮, একলেস্টোন ১৭ ও শ্রুবসোল ৪৭ রান করেন।

17 Jun 2021, 06:34:55 PM IST

ইনিংস ডিক্লেয়ার ইংল্যান্ডের

১২১.২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৯৬ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ইংল্যান্ড। সোফিয়া ডাঙ্কলি৯টি বাউন্ডারির সাহায্যে ১২৭ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন।

17 Jun 2021, 06:33:26 PM IST

শ্রুবসোল আউট

১২২তম ওভারের দ্বিতীয় বলে অ্যানা শ্রুবসোলের উইকেট তুলে নিলেন স্নেহ রানা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বোল্ড হন অ্যানা। ইংল্যান্ড ৩৯৬ রানে ৯ উইকেট হারায়। রানার এটি ইনিংসে চতুর্থ শিকার।

17 Jun 2021, 06:23:45 PM IST

১২০ ওভারে ইংল্যান্ড ৩৮৩/৮

১২০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৩৮৩ রান তুলেছে। সোফিয়া ৬৯ ও শ্রুবসোল ৩৫ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 05:40:28 PM IST

লাঞ্চ

দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫৭ রান তুলেছে। সোফিয়া ডাঙ্কলি ৬৬ ও অ্যানা স্রুবসোল ১৬ রানে ব্যাট করছেন। 

17 Jun 2021, 05:33:39 PM IST

ইংল্যান্ড ৩৫০

১১৭তম ওভারে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস। এর আগে ৬ উইকেটে ৩৫০ ছিল ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস।

17 Jun 2021, 05:07:29 PM IST

একলেস্টোন আউট

জুটি ভাঙলেন দীপ্তি। ১১২তম ওভারের তৃতীয় বলে তিনি ফিরিয়ে দিলেন সোফি একলেস্টোনকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ১৭ রান করে শিখা পান্ডের হাতে ধরা পড়েন সোফি। ইংল্যান্ড ৩২৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার শ্রুবসোল। ম্যাচে দীপ্তির এটি তৃতীয় শিকার।

17 Jun 2021, 04:59:20 PM IST

অভিষেকেই হাফ-সেঞ্চুরি সোফিয়ার

প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামা সোফিয়া ডাঙ্কলি অভিষেক ইনিংসেই হাফ-সেঞ্চুরি করলেন। ১১১তম ওভারে ৫টি বাউন্ডারির সাহায্যে ৯৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সোফিয়া।

17 Jun 2021, 04:54:42 PM IST

১১০ ওভারে ইংল্যান্ড ৩২২/৭

১১০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩২২ রান তুলেছে। সোফিয়া ৪৮ ও একলেস্টোন ১৬ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 04:32:58 PM IST

১০৫ ওভারে ইংল্যান্ড ৩০৭/৭

১০৫ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩০৭ রান তুলেছে। সোফিয়া ৩৪ ও একলেস্টোন ১৫ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 04:18:53 PM IST

ইংল্যান্ড ৩০০

১০৩তম ওভারে দলগত ৩০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ২০১৩ সালের পর ইংল্যান্ড প্রথমবার টেস্ট ইনিংসে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায়।

17 Jun 2021, 04:09:26 PM IST

১০০ ওভারে ইংল্যান্ড ২৯৫/৭

১০০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৯৫ রান তুলেছে। সোফিয়া ২৭ ও একলেস্টোন ১০ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 03:46:06 PM IST

৯৫ ওভারে ইংল্যান্ড ২৭৭/৭

৯৫ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৭৭ রান তুলেছে। সোফিয়া ১৩ ও একলেস্টোন ৬ রানে ব্যাট করছেন।

17 Jun 2021, 03:43:02 PM IST

ক্যাথেরিনকে ফেরালেন ঝুলন

দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা দিলেন ঝুলন গোস্বামী। ৯৪তম ওভারের শেষ বলে তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান ক্যাথেরিন ব্রান্টকে। ৩৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ব্রান্ট। ইংল্যান্ড ২৭০ রানমের মাথায় ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সোফি একলেস্টোন।

17 Jun 2021, 03:32:36 PM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার ক্যাথেরিন ও সোফিয়া দ্বিতীয় দিনের লড়া শুরু করেন। ভারতের হয়ে বোলিং শুরু করেন শিখা পান্ডে।

17 Jun 2021, 03:32:36 PM IST

প্রথম দিনের স্কোর

ব্রিস্টল টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তোলে। ক্যাথেরিন ব্রান্ট ৭ ও সোফিয়া ডাঙ্কলি ১২ রানে অপরাজিত ছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান ‘কী করে তুমি…’!মদের গ্লাস, লাল-সাদা শাড়ি, বারে স্বস্তিকা! মন্তব্য মেয়ে অন্বেষার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল ব্রণ হোক বা ক্লান্তির ছাপ! শসা দিয়ে ত্বক ঝকঝকে করুন এভাবে, রইল টিপস তিল ধারণের জায়গা নেই! ট্রেনের দ্বিতীয় AC কামরায় ঠাসাঠাসি ভিড়, ভিডিয়ো ঘিরে চর্চা জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে চটলের মুকেশ, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত… কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল, সংঘাতের আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা

Latest IPL News

শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.