ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয় পেলেও সিরিজ খোয়াতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। টি-টোয়েন্টিতেও পরাজয়ের সঙ্গেই সিরিজ শুরু করল হরমনপ্রীতরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানে পরাজিত হয় ভারতীয় দলের। জয়ের নেপথ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার নাতালি স্কিভার।
টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আহ্বান জানান হরমনপ্রীত কাউর। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা ভালই করেছিলেন ভারতীয় বোলাররা। তবে নাতালি স্কিভারের (২৭ বলে ৫৫) দুরন্ত অর্ধশতরানে সুবাদে ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে। টমি বিউমন্টের রেকর্ড ভেঙে দ্রুততম ইংল্যান্ড মহিলা ক্রিকেটার হিসাবে ২৪ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন নাতালি। অ্যামি জোন্সের (২৭ বলে ৪৩) সঙ্গে সাত ওভারে ৭৮ রানের তাঁর পার্টনারশিপই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয়।
দুরন্ত ফিল্ডিংয়ের সুবাদে ইংল্যান্ডকে বিশ ওভারে ১৭৭ রানেই আটকে রাখতে সফল হয় ভারত। ফাস্ট বোলার শিখা পান্ডে ভারতের হয়ে দুরন্ত বোলিং করে নির্ধারিত চার ওভারে মাত্র ২২ রান খরচা করে তিনটি উইকেট তুলে নেন।
ভারতীয় ব্যাটিংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ম্যাচ জিততে ৭২ রানের প্রয়োজন ছিল ভারতের। তবে বৃষ্টি চলে আসায় ৮.৪ ওভারে তিন উইকেটের বিনিময়ে মাত্র ৫৪ রানই করতে পারে ভারত। ব্যাট হাতে ফের ব্যর্থ হন অধিনায়ক হরমনপ্রীত (২ বলে ১)। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন স্মৃতি মন্ধনা (১৭ বলে ২৯)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।