বাংলা নিউজ > ময়দান > প্রথম ম্যাচে শূন্য রানে আউট করেছিলেন ব্রান্ট, দ্বিতীয় ম্যাচে পরপর ৫টি চার মেরে বদলা নিলেন শেফালি, দেখুন ভিডিও

প্রথম ম্যাচে শূন্য রানে আউট করেছিলেন ব্রান্ট, দ্বিতীয় ম্যাচে পরপর ৫টি চার মেরে বদলা নিলেন শেফালি, দেখুন ভিডিও

আগ্রাসী মেজাজে শেফালি। ছবি- বিসিসিআই।

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৮ রান করেন শেফালি বর্মা।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শেফালি বর্মাকে খাতা খুলতে দেননি ক্যাথেরিন ব্রান্ট। ভারতের তারকা ওপেনারকে শূন্য রানে বোল্ড করেছিলেন ইংল্যান্ডের পেসার। হার মানার পাত্রী নন শেফালি। দ্বিতীয় ম্যাচে সেই ক্যাথরিন ব্রান্টকে এমন শিক্ষা দিলেন, ব্রিটিশ তারকা যা সহজে ভুলবেন না।

ক্যাথেরিনকে এক ওভারে পরপর ৫টি বাউন্ডারি মেরে মধুর প্রতিধোন নেন শেফালি। ইনিংসের চতুর্থ ওভারে ব্রান্টের প্রথম বলে এক রান নেন স্মৃতি মন্ধনা। ওভারের বাকি পাঁচটি বলে পরপর পাঁচটি চার মারেন শেফালি। সেই ওভারে মোট ২১ রান ওঠে।

তার আগে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্রান্টকে একটি চার মারেন শেফালি। শেষমেশ ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৮ রান করে ম্যাডি ভিলিয়র্সের বলে আউট হন তিনি।

উল্লেখ্য, হোভে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রানে আটকে যায়। ইংল্যান্ডের মেয়েদের ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করেন হরমনপ্রীত কউররা।

বন্ধ করুন