খালি হাতেই ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা দলকে। ওয়ান ডে সিরিজে পরাজয়ের পর ফের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত হল হরমনপ্রীত কউরের দল। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট বল ও আট উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে শেফালি বর্মা শূন্য রানে সাজঘরে ফিরে গেলেও অবশেষে ফর্মে ফেরেন স্মৃতি মন্ধনা। তাঁর ৫১ বলে ৭০ রানের দুরন্ত ইনিংসের সুবাদেই ভাল রানের লক্ষ্যে এগোচ্ছিল ভারত। তবে মন্ধনা আউট হতেই থমকে যায় ভারতীয় ইনিংস।
শেষের দিকে রিচা ঘোযের (১৩ বলে ২০) কয়েকটি বাউন্ডারির সুবাদে কোনরকমে ১৫০-র গন্ডি পেরোয় হরমনপ্রীত কউরের দল। অধিনায়ক নিজে ব্যাট হাতে ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন বিশ ওভারের ক্রিকেটের এক নম্বর বোলার সোফি একেলস্টোন।
জবাবে ব্যাট করতে নেমে ট্যামি বিউমন্টকে (১৫ বলে ১১) দ্রুত সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির মতোই ফের ছোট রান ডিফেন্ড করার আশা জাগায় ভারত। তবে ড্যানি ওয়াটের দুরন্ত ইনিংসের সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করে ভারতীয় বোলাররা। ১২ টি চার ও একটি ছক্কার সুবাদে ৫৬ বলে ৮৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ইংল্যান্ড ওপেনার।
তাঁকে যোগ্য সঙ্গ দেন নাতালি সিভার (৩৬ বলে ৪২)। সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অল্প রান ডিফেন্ড করতে সক্ষম হলেও এবারে পুনরায় সেই কৃতিত্ব দেখাতে পারেননি ভারতীয় বোলাররা। ভারতের হয়ে দীপ্তি শর্মা এবং স্নেহ রানা একটি করে উইকেট পান।