বাংলা নিউজ > ময়দান > ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি, বল হাতে ৪ উইকেট, অভিষেকেই অনন্য নজির স্নেহ রানার

ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি, বল হাতে ৪ উইকেট, অভিষেকেই অনন্য নজির স্নেহ রানার

ব্যাটে-বলে সফল রানা। ছবি- গেটি/বিসিসিআই।

রানার অল-রাউন্ড পারফর্ম্যান্স ম্যাচ বাঁচাতে সাহায্য করে ভারতকে।

শুভব্রত মুখার্জি

ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন স্নেহ রানা। ভারতীয় জাতীয় মহিলা দলের জার্সিতে সুযোগ পেয়েই ব্রিস্টলের মাটিতে তাঁর ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সের মধ্যে দিয়ে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।

ব্রিস্টলের মাটিতে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দুরন্ত বল করেন তিনি। ২৭ বছর বয়সী এই ডান হাতি স্পিনার ইংল্যান্ডের প্রথম ইনিংসে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অ্যমি জোন্স (১), জর্জিয়া এলউইস (৯), ট্যামি বিউমন্ট (৬৬), অ্যান্যা শ্রুবসোলের (৪৭) উইকেট সংগ্রহ করেন।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৯৬ রান তুলে ডিক্লেয়ার করার পরে ভারত তাদের প্রথম ইনিংসে ২৩১ রানেই অলআউট হয়ে গিয়ে ফলো অন করতে বাধ্য হয়। দ্বিতীয় ইনিংসেও যখন মিতালি রাজের দল ১৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন ব্যাট হাতে ফের ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন স্নেহ রানা।

জাতীয় দলের সাদা জার্সিতে নিজের জীবনের প্রথম অর্ধশতরান তুলে নিয়ে ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেন স্নেহ রানা। ফলে অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে এবং অর্ধশতরান করে প্রথম ভারতীয় হিসেবে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি। প্রসঙ্গত বিশ্ব মহিলা ক্রিকেটের ইতিহাসে তিনি চতুর্থ খেলোয়াড় যিনি এই নজির স্থাপন করলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন