বাংলা নিউজ > ময়দান > INDw vs NZw: বল হাতে একা লড়লেন ঝুলন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ হেরে বসল ভারত
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি- আইসিসি।

INDw vs NZw: বল হাতে একা লড়লেন ঝুলন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ হেরে বসল ভারত

ব্যর্থ হয় শেফালি-মেঘানা-দীপ্তি ত্রয়ীর হাফ-সেঞ্চুরি।

নিউজিল্যান্ড সফরের শুরুতেই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম দু'টি ওয়ান ডে ম্যাচেও হেরেছেন মিতালিরা। এবার তৃতীয় ODI ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াই ছিল ভারতের সামনে। যদিও হোয়াইট ফার্নসদের কাছে এই ম্যাচেও হেরে বসায় দু'ম্যাচ বাকি থাকতে ওয়ান ডে সিরিজ হার নিশ্চিত হয়ে যায় মিতালিদের।

18 Feb 2022, 10:58:04 AM IST

সিরিজ হারল ভারত

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬২ রানে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মিতালিরা হেরে বসে ৩ উইকেটের ব্যবধানে। এবার তৃতীয় ওয়ান ডে ম্যাচও ৩ উইকেটে হেরে ৫ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজ ০-৩ ব্যবধানে হেরে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, ওয়ান ডে সিরিজের আগে একমাত্র টি-২০ ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে ভারতকে।

18 Feb 2022, 10:54:49 AM IST

৩ উইকেটে ম্যাচ জয় নিউজিল্যান্ডের

ভারতের ২৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মেয়েরা ৪৯.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৮০ রান সংগ্রহ করে নেয়। ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নিউজিল্যান্ড।

18 Feb 2022, 10:47:56 AM IST

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ডাউন

শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। দীপ্তি শর্মার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন লরেন ডাউন। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করে নট-আউট থাকেন ম্যাকায়। দীপ্তি ৯.১ ওভারে ৫৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

18 Feb 2022, 10:45:04 AM IST

শেষ ওভারে দরকার ৬ রান

জয়ের জন্য ৬ বলে নিউজিল্যান্ডের দরকার ৬ রান। ৪৯ ওভার শেষে তাদের স্কোর ৭ উইকেটে ২৭৪ রান। লরেন ডাউন ৫৮ ও ফ্রান্সের ম্যাকায় ১৭ রানে অপরাজিত রয়েছেন। ঝুলন গোস্বামী ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ২টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে।

18 Feb 2022, 10:38:37 AM IST

হাফ-সেঞ্চুরি ডাউনের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরেন ডাউন। নিউডিল্যান্ড ৪৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলেছে। জয়ের জন্য ৩ ওভারে ২৩ রান দরকার তাদের। ডাউন ৫২ ও ম্যাকায় ৬ রানে ব্যাট করছেন।

18 Feb 2022, 10:31:16 AM IST

মার্টিনকে ফেরালেন দীপ্তি

৪৫.৪ ওভারে কেটি মার্টিনকে ফেরালেন দীপ্তি শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৩৫ রান করে তানিয়া ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন মার্টিন। নিউজিল্যান্ড ২৪৭ রানে ৭ উইকেট হারায়।

18 Feb 2022, 10:27:35 AM IST

৩০ বলে দরকার ৩৬

জয়ের জন্য শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৬ রান। হাতে রয়েছে ৪টি উইকেট। এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারে দু'দলের যে কেউ। আপাতত ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলেছে। লরেন ডাউন ৪১ বলে ৪৬ রান করেছেন। ৩৫ বলে ৩৪ রান করেছেন কেটি মার্টিন।

18 Feb 2022, 10:12:19 AM IST

৪১ ওভারে নিউজিল্যান্ড ২২২/৬

৪১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২২২ রান। লরেন ডাউন ৩১ বলে ৩৭ রান করেছেন। ২১ বলে ২৩ রান করেছেন কেটি মার্টিন।

18 Feb 2022, 09:48:39 AM IST

তাহুহুর উইকেট নিলেন একতা

৩৪.১ ওভারে লি তাহুহুর উইকেট নিলেন একতা বিস্ট। ৩ বলে ১ রান করে শেপালি বর্মার হাতে ধরা পড়েন তাহুহু। নিউজিল্যান্ড ১৭১ রানে ৬ উইকেট হারায়। ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৭৫। জয়ের জন্য শেষ ১৫ ওভারে ১০৫ রান দরকার নিউজিল্যান্ডের। হাতে রয়েছে ৪ উইকেট।

18 Feb 2022, 09:45:28 AM IST

গ্রিনকে ফেরালেন রেনুকা

৩৩.৩ ওভারে রেনুকা সিংয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাডি গ্রিন। রেনুকার এটি প্রথম ওয়ান ডে উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন গ্রিন। নিউজিল্যান্ড ১৬৬ রানে ৫ উইকেট হারায়।

18 Feb 2022, 09:28:52 AM IST

অ্যামেলিয়া আউট

বড় সাফল্য পেল ভারত। পথের কাঁটা হয়ে দাঁড়ানো অ্যামেলিয়া কেরের উইকেট তুলে নিলেন স্নেহ রানা। ৩০.২ ওভারে রেনুকার হাতে ধরা পড়েন অ্যামেলিয়া। ৮টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন কের। নিউজিল্যান্ড ১৫২ রানে ৪ উইকেট হারায়।

18 Feb 2022, 09:03:41 AM IST

হাফ-সেঞ্চুরি অ্যামেলিয়ার

গত ম্যাচে অপরাজিত শতরান করেছিলেন অ্যামেলিয়া কের। এবার সিরিজের তৃতীয় ম্যাচে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

18 Feb 2022, 09:01:04 AM IST

তৃতীয় শিকার ঝুলনের

২৩.৪ ওভারে ঝুলন গোস্বামীর বলে মিতালি রাজের হাতে ধরা পড়েন অ্যামি স্যাটার্থওয়েট। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ৫৯ রান করে আউট হন অ্যামি। নিউজিল্যান্ড ১১৭ রানে ৩ উইকেট হারায়।

18 Feb 2022, 08:50:44 AM IST

হাফ-সেঞ্চুরি অ্যামির

৬টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যামি স্যাটার্থওয়েট। ২০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১০৪ রান সংগ্রহ করে। অ্যামি ৫৩ রান করেছেন। ৪২ রান করেছেন অ্যামেলিয়া কের।

18 Feb 2022, 08:33:37 AM IST

নিউজিল্যান্ড ১৫ ওভারে ৮৭/২

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান সংগ্রহ করে। অ্যামি স্যাটার্থওয়েট ৪৪ বলে ৪০ রান করেছেন। ৩৮ বলে ৩৮ রান করেছেন অ্যামেলিয়া কের।

18 Feb 2022, 08:14:43 AM IST

১০ ওভারে নিউজিল্যান্ড ৫৮/২

অ্যামিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন অ্যামেলিয়া কের। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৫৮ রান তুলেছে। দশম ওভারেই স্যাটার্থওয়েটের একটি ক্যাচ ছাড়ে ভারত। তবে তার পরেই তৃতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন নিউডিল্যান্ডের দুই ব্যাটার। গত ম্যাচে সেঞ্চুরি করে ভারতের মুখের গ্রাস কাড়া অ্যামেলিয়া ২৩ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। অ্যামি ২৯ বলে ২৬ রান করেছেন।

18 Feb 2022, 07:51:12 AM IST

৫ ওভারে নিউজিল্যান্ড ৩০/২

৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। অ্যামেলিয়া কের ১৪ রানে ব্যাট করছেন। ৯ রান করেছেন অ্যামি স্যাটর্থওয়েট।

18 Feb 2022, 07:46:31 AM IST

দ্বিতীয় সাফল্য ঝুলনের

নিজের তথা ইনিংসের প্রথম ওভারে ঝুলন গোস্বামী আউট করেন সোফি ডিভাইনকে। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে নিউজিল্যান্ডের অপরা ওপেনার সুজি বেটসের উইকেটও তুলে নেন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে বোল্ড হন সুজি। ১৪ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

18 Feb 2022, 07:33:00 AM IST

শুরুতেই সাফল্য ঝুলনের

পালটা ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে প্রথম ওভারের তৃতীয় বলেই ধাক্কা দিলেন ঝুলন গোস্বামী। তিনি আউট করেন ওপেনার সোফি ডিভাইনকে। ২ বল খেলে খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ডিভাইন। প্রথম ওভারের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।

18 Feb 2022, 07:30:40 AM IST

ভারত ২৭৯ অল-আউট

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত ৪৯.৩ ওভারে ২৭৯ রান অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৮০। মিতালি ও হরমনপ্রীতকে ছাড়াই কোনও ওয়ান ডে ম্যাচে ভারতের তিনজন ব্যাটরের হাফ-সেঞ্চুরি এই প্রথম।

18 Feb 2022, 07:30:40 AM IST

রেনুকা সিং ০

১১ নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি রেনুকা। ২ বল খেলে সাজঘরে ফেরেন তিনি।

18 Feb 2022, 07:30:41 AM IST

একতা বিস্ট ৩

এভিজ্ঞ একটা বিস্ট ৫ বলে ৩ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।

18 Feb 2022, 07:30:41 AM IST

ঝুলন গোস্বামী ৮

নয় নম্বরে ব্যাট করতে নেমে বাংলার ঝুলন ১২ বলে ৮ রানের যোগদান রাখেন। তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি।

18 Feb 2022, 07:30:41 AM IST

তানিয়া ভাটিয়া ৮

রিচার বদলে মাঠে নামা উইকেটকিপার তানিয়া ভাটিয়া মাত্র ৮ রান করে আউট হন। ১৮ বলের ইনিংসে তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি।

18 Feb 2022, 07:30:41 AM IST

স্নেহ রানা ১১

সাত নম্বরে ব্যাট করতে নেমে ১১ রান করে মাঠ ছাড়েন স্নেহ রানা। ১৩ বলের ইনিংসে ২টি বাউন্ডারি মারেন তিনি।

18 Feb 2022, 07:30:41 AM IST

হাফ-সেঞ্চুরি দীপ্তির

ছয় নম্বরে ব্যাট করতে নেমে দীপ্তি শর্মা ৬৯ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

18 Feb 2022, 07:30:41 AM IST

হরমনপ্রীত কউর ১৩

প্রথম ম্যাচে ২২ বলে ১০ ও দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ১০ রান করে আউট হয়েছিলেন হরমনপ্রীত কউর। তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন হরমনপ্রীত।

18 Feb 2022, 07:30:42 AM IST

মিতালি রাজ ২৩

প্রথম ২ ম্যাচে পরপর হাফ-সেঞ্চুরি করা ক্যাপ্টেন মিতালি রাজ সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ২৩ রান করে ক্রিজ ছাড়েন। ৩৩ বলের ইনিংসে মিতালি ১টি চার মেরেছেন।

18 Feb 2022, 07:30:42 AM IST

যস্তিকা ভাটিয়া ১৯

তিন নম্বরে ব্যাট করতে নেমে যস্তিকা ভাটিয়া ১৯ রান করে ক্রিজ ছাড়েন। ২৫ বলের ইনিংসে তিনি ১টি বাউন্ডারি মারেন।

18 Feb 2022, 07:30:42 AM IST

হাফ-সেঞ্চুরি শেফালির

ছন্দে ফেরেন শেফালি বর্মা। তিনিও দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৫১ রান করে আউট হন শেফালি।

18 Feb 2022, 07:30:42 AM IST

হাফ-সেঞ্চুরি মেঘানার

আগের ম্যাচে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন মেঘানা। তিনি তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৯ রান করে আউট হয়েছিলেন। তবে তৃতীয় ম্যাচে অনবদ্য অর্ধশতরান করেন মেঘানা। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

18 Feb 2022, 07:30:42 AM IST

টস জিতল নিউজিল্যান্ড

প্রথম দু'টি ওয়ান ডে ম্যাচে হেরে সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এই অবস্থায় তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জেতে নিউজিল্যান্ড। ক্যাপ্টেন সোফি ডিভাইন টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.