বাংলা নিউজ > ময়দান > INDw vs NZw: মন্ধনা-হরমনপ্রীত-মিতালির ত্রিফলায় বিদ্ধ নিউজিল্যান্ড, শেষ ম্যাচ জিতে মান বাঁচল ভারতের
দাপুটে জয় ভারতের। ছবি- আইসিসি।

INDw vs NZw: মন্ধনা-হরমনপ্রীত-মিতালির ত্রিফলায় বিদ্ধ নিউজিল্যান্ড, শেষ ম্যাচ জিতে মান বাঁচল ভারতের

হাফ-সেঞ্চুরি করেন ভারতের তিন সিনিয়র তারকা।

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ৪টি ওয়ান ডে ম্যাচে হারতে হয় ভারতকে। সুতরাং, আগেই সিরিজ খুইয়ে বসেন মিতালিরা। এবার নিয়ম রক্ষার পঞ্চম তথা শেষ ম্যাচে ফের হোয়াইট ফার্নসদের হারিয়ে মান বাঁচায় ভারতীয় দল। শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে নেয় ভারত।

24 Feb 2022, 10:24:38 AM IST

সিরিজের সেরা অ্যামেলিয়া

৫ ম্যাচের সিরিজে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুর-সহ ৩৫৩ রান সংগ্রহ করেন অ্যামেলিয়া কের। সঙ্গে ৭টি উইকেটও নেন তিনি। স্বাভাবিকভাবেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কিউয়ি অল-রাউন্ডার।

24 Feb 2022, 10:22:41 AM IST

ম্যাচের সেরা মন্ধনা

৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলে সিরিজের পঞ্চম ওয়ান ডে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মন্ধনা।

24 Feb 2022, 10:21:33 AM IST

৪-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড

১.সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬২ রানে পরাজিত হয় ভারত।২. দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মিতালিরা হেরে বসেন ৩ উইকেটের ব্যবধানে।৩. তৃতীয় ওয়ান ডে ম্যাচ ৩ উইকেটে হেরে ৫ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজ হার নিশ্চিত করে ফেলে ভারতের মহিলা ক্রিকেট দল।৪. চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ৬৩ রানে হারের মুখ দেখতে হয় ভারতের মেয়েদের।৫. পঞ্চম ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়িয়ে যান মিতালিরা।

24 Feb 2022, 10:17:00 AM IST

৬ উইকেটে জয় ভারতের

নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫২ রান তুলে নেয়। মিতালি ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করে নট-আউট থাকেন রিচা ঘোষ। ভারত ২৪ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে জয় তুলে নেয়।

24 Feb 2022, 10:11:08 AM IST

হাফ-সেঞ্চুরি মিতালির

৫টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতালি রাজ। চলতি সিরিজে এটি মিতালির তৃতীয় অর্ধশতরান।

24 Feb 2022, 10:08:32 AM IST

৩০ বলে দরকার ১৩ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার মাত্র ১৩ রান। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৩৯ রান। মিতালি রাজ ৪১ ও রিচা ঘোষ ৭ রানে ব্যাট করছেন।

24 Feb 2022, 09:57:03 AM IST

সাজঘরে ফিরলেন হরমনপ্রীত

৪২.১ ওভারে হ্যানা রউইর বলে স্যাটার্থওয়েটের হাতে ধরা পড়েন হরমনপ্রীত কউর। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন হরমন। ভারত ২২৫ রানে ৪ উইকেট হারায়।

24 Feb 2022, 09:43:53 AM IST

হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৩৯ ওবার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান। ৫১ রানে ব্যাট করছেন হরমনপ্রীত। মিতালি অপরাজিত রয়েছেন ২৫ রানে।

24 Feb 2022, 09:32:37 AM IST

১৫ ওভারে ভারতের দরকার ৬৯ রান

৩৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলেছে। জয়ের জন্য ১৫ ওভারে মিতালিদের দরকার ৬৯ রান। হরমনপ্রীত কউর ৪৭ বলে ৪১ রান করেছেন। ২৭ বলে ১৭ রান করেছেন মিতালি রাজ।

24 Feb 2022, 09:07:00 AM IST

মন্ধনা আউট

২৮.৩ ওভারে অ্যামেলিয়া কেরের বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মৃতি। ভারত ১৫৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।

24 Feb 2022, 08:40:40 AM IST

মন্ধনার হাফ-সেঞ্চুরি

৭টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ভারত ২১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে। মন্ধনা অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৫৫ রানে। হরমনপ্রীত ব্যাট করছেন ৪ রান করে।

24 Feb 2022, 08:33:27 AM IST

দীপ্তি শর্মা আউট

১৭.৪ ওভারে জোনাসের বলে রোজমেরির হাতে ধরা পড়েন দীপ্তি শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ২১ রান করেন তিনি। ভারত ৮৯ রানে ২ উইকেট হারায়। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯০/২।

24 Feb 2022, 08:17:46 AM IST

১৫ ওভারে ভারত ৮১/১

১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৩৯ রান সংগ্রহ করেছেন স্মৃতি মন্ধনা। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ১৬ রান করেছেন দীপ্তি শর্মা।

24 Feb 2022, 07:59:51 AM IST

১০ ওভারে ভারত ৫৩/১

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। স্মৃতি মন্ধনা ৩০ বলে ১৮ রান করেছেন। ১৯ বলে ৯ রান করেছেন দীপ্তি শর্মা।

24 Feb 2022, 07:48:54 AM IST

শেফালি আউট

৪.১ ওভারে জেনসেনের বলে ডাউনের হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন শেফালিষ ভারত ২৯ রানে ১ উইেকট হারায়। ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৬/১। স্মৃতি মন্ধনা ১৬ ও দীপ্তি শর্মা ৬ রানে ব্যাট করছেন।

24 Feb 2022, 07:25:52 AM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন হেইলি জেনসেন। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।

24 Feb 2022, 07:24:31 AM IST

নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৫১/৯

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫১ রান তুলেছে। সুজি বেটস ১৭, সোফি ডিভাইন ৩৪, অ্যামেলিয়া কের ৬৬, অ্যামি স্যাটার্থওয়েট ১২, লরেন ডাউন ৩০, কেটি মার্টিন ১৫, হেইলি জেনসেন ৩০, ফ্রান্সেস ম্যাকায় ১৫, হ্যানা রউই ১৩ ও রোজমেরি মায়ার অপরাজিত ৭ রান করেন। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ২৫২ রান। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানা ও দীপ্তি শর্মা। ১টি করে উইকেট দখল করেন মেঘনা সিং ও পুনম যাদব। উইকেট পাননি ঝুলন।

24 Feb 2022, 07:24:31 AM IST

দলে ফিরলেন ঝুলন-হরমনপ্রীতরা

ভারতের প্রথম একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব।

24 Feb 2022, 07:24:31 AM IST

টস জিতল নিউজিল্যান্ড

সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। ক্যাপ্টেন সোফি ডিভাইন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, জন ডেভিস ওভালে রান তাড়া করবে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.