রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন ভারত জয় দিয়ে টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করতে চাইবে। দ্য উইমেন ইন ব্লু ইতিহাসে প্রথম বারের মতো সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে রয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা ভারত ৭ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও সুবিধেজনক জায়গায় রয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতায় লড়াইটা সহজ হবে না। সে কথা ভালো করেই জানেন হরমনপ্রীত। যে কারণে পাকিস্তানকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই। বরং হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ার আশা করা হচ্ছে।
এ দিকে চোটের কারণে ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধনার খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা রয়েছে। তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারত দীপ্তি শর্মা, শেফালি বর্মা, অধিনায়ক হরমনপ্রীত কাউর এবং রেণুকা ঠাকুরের উপর অনেক বেশি নির্ভর করবে।
আরও পড়ুন: যে ভাবে গত ১-২ বছর খেলেছে, রাহুলের সুযোগ প্রাপ্য- প্রসাদের সঙ্গে একমত নন গাভাসকর
ভারত বনাম পাকিস্তান ম্যাচ কখন, কোথায়, কী ভাবে দেখবেন, লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে, জেনে নিন বিস্তারিত:
ভারতের মহিলা টিম বনাম পাকিস্তান মহিলা টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ কবে হবে?
ভারতের মহিলা টিম বনাম পাকিস্তান মহিলা টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে।
ভারতের মহিলা টিম বনাম পাকিস্তান মহিলা টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
কেপটাউনের নিউল্যান্ডসে ভারত বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভারতে খেলতে হলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে- ঘুরিয়ে অজি ব্যাটারদের কটাক্ষ রোহিতের
ভারত মহিলা বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কখন শুরু হবে?
ভারত মহিলা বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
কোন টিভি চ্যানেল ভারত মহিলা বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে?
ভারতের মহিলা টিম বনাম পাকিস্তান মহিলা টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।
কোথায় ভারত মহিলা বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে?
ভারত মহিলা বনাম পাকিস্তান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টার ওয়েবসাইট এবং অ্যাপে পাওয়া যাবে। এ ছাড়া হিন্দুস্তান টাইমস বাংলায় এই ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে।