বাংলা নিউজ > ময়দান > IND-W vs SA-W: অভিষেকেই চমকে দিলেন আমানজোৎ, ২৭ রানে প্রোটিয়াদের হারালেন স্মৃতিরা

IND-W vs SA-W: অভিষেকেই চমকে দিলেন আমানজোৎ, ২৭ রানে প্রোটিয়াদের হারালেন স্মৃতিরা

দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারাল ভারতের মেয়েরা।

প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে। ২৭ রানে জয় ছিনিয়ে নেন স্মৃতি মন্ধানারা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়ার মেয়েরা। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ম্যাচে তারা প্রোটিয়া বাহিনীকে ২৭ রানে হারাল। প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা টিম ইন্ডিয়ার মোটেও ভালো হয়নি। দলের ১৪ রানের মাথায় আউট হন স্মৃতি মন্ধানা (৭ বলে ৭)। যা ভারতের কাছে বড় ধাক্কা ছিল। এর পর হার্লিন দেওয়াল ৯ বলে ৮ করে রানআউট হন। পরিবর্তে নামা জেমিমা রডরিগেজ তো প্রথম বলেই আউট হয়ে যান। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। দলের হাল কিছুটা ধরার চেষ্টা করেছিলেন যস্তিকা ভাটিয়া। ৩৪ বলে ৩৫ করে তিনিও আউট হয়ে যান। দেবীকা বৈদ্য আবার ১৬ বলে ৯ করে আউট হন।

আরও পড়ুন: U-19 বিশ্বকাপে আস্তে বল করছে, অকপট সিনিয়র ক্রিকেটে দাপট দেখানো শেফালি

৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত তখন মারাত্মক চাপে। সেই সময়ে দলের হাল ধরেন দীপ্তি শর্মা এবং আমনজোৎ কাউর। ২৩ বলে ৩৩ করেন দীপ্তি। ৩০ বলে ৪১ করে অপরাজিত থাকেন আমানজোৎ। অভিষেকেই চমতে দেন আমানজোৎ। ষষ্ঠ উইকেটে এই দুই তারকা ৭৬ রান যোগ করেন। যার সুবাদেই ভারতের স্কোর ১৪৭ রানে পৌঁছয়। তা না হলে খারাপ পরিস্থিতিতে পড়তে হত টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ২ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ হচ্ছেন ট্রয় কুলি

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। তারা শুরু থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে। ভারতীয় বোলারদের দাপটে ৬৪ রানে তারা ৫ উইকেট হারিয়ে বসেছিল। প্রোটিয়াদের হয়ে মারিজানে ক্যাপ ২২ বলে ২২ রান করেন। সুনে লুস ৩০ বলে ২৯ করেন। ২০ বলে ২৬ করেন ক্লো ট্রায়ন। বাকিদের অবস্থা তথৈবচ। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হরিয়ে ১২০ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের দীপ্তি শর্মা ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন দেবীকা বৈদ্য। ২৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচের সেরা হন আমানজোৎ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন ‘‌আমরা মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না’‌, আইনজীবীকে ধমক চন্দ্রচূড় তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে: মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া? শুভেন্দুর পঞ্চবাণে জর্জরিত 'মুখ্যমন্ত্রীর চিকিৎসক'! দেবেন কি পাঁচ প্রশ্নের উত্তর সেরা একাদশ বাছবেন কীভাবে? মিডল অর্ডার থেকে ম্যাচ জয়ের গুরুত্ব মুখ খুললেন রোহিত ঠাকুমাকে দেখে হাত নেড়ে কত কথাই না বলল ছোট্ট রাহা, নাতনিকে দেখে কী করলেন নীতু? এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হয়েছে, থাকবে আর কতক্ষণ? দেখে নিন তিথি, চন্দ্রোদয়ের সময় শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন CBIএর স্টেটাস রিপোর্ট যে তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, আরজি কর কাণ্ডে বলল সুপ্রিম কোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.