বাংলা নিউজ > ময়দান > INDW vs SAW: চোটের জন্য ছিটকে গেলেন ঝুলন, অভিষেক রাধার, বাদ পড়লেন জেমিমা

INDW vs SAW: চোটের জন্য ছিটকে গেলেন ঝুলন, অভিষেক রাধার, বাদ পড়লেন জেমিমা

চোটের জন্য ছিটকে গেলেন ঝুলন, অভিষেক রাধার, বাদ পড়লেন জেমিমা। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @ICC)

চলতি সিরিজে নিয়মিত উইকেট তুলেছেন ঝুলন। আট উইকেট-সহ তৃতীয় ম্যাচ পর্যন্ত আপাতত সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিই।

অন্তরায় হয়ে দাঁড়াল চোট। তার জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ঝুলন গোস্বামীকে ছাড়াই খেলতে নামল ভারত। পরিবর্তে একদিনের ক্রিকেটে অভিষেক হল রাধা যাদবের। 

২-১ ব্যবধানে পিছিয়ে রবিবার লখনউয়ে চতুর্থ একদিনের ম্যাচে জোড়া পরিবর্তন করেছেন মিতালি রাজ। হাতের চোটের কারণে খেলতে পারেননি ঝুলন। যা ভারতের কাছে বড়সড় ধাক্কার। কারণ চলতি সিরিজে নিয়মিত উইকেট তুলেছেন ঝুলন। আট উইকেট-সহ তৃতীয় ম্যাচ পর্যন্ত আপাতত সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিই। এখনও পর্যন্ত ভারত যে ম্যাচটি জিতেছে, তাতে চাকদহ এক্সপ্রেসের বড়সড় অবদান আছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিংয়ের দিক থেকে বেশ চাপের মুখে থাকবে ভারত। বিশেষত লাল মাটির পিচে হালকা ঘাস আছে। যা ঝুলনের পক্ষে সহায়ক হতে পারত। ঝুলনের পরিবর্তে অবশ্য স্পিনার রাধাকে খেলাচ্ছে ভারত।

এছাড়াও জেমিমা রদ্রিগেজের পরিবর্তে প্রিয়া পুনিয়াকে সুযোগ দেওয়া হয়েছে। চলতি সিরিজটা একেবারেই ভালো যায়নি জেমিমার। সিরিজের প্রথম তিন ম্যাচে একবারও দু'অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তিন ম্যাচে তাঁর স্কোর ১০। তাই ভালো শুরুর লক্ষ্যে স্মৃতি মান্ধানার সঙ্গে প্রিয়াকে ওপেনিংয়ে পাঠানো হয়েছে। তাতেও অবশ্য ভালো শুরু হয়নি ভারতের। টসে হেরে ব্যাটিং করতে নেমেই পঞ্চম ওভারের শেষ বলে আউট হয়ে যান স্মৃতি। ১৬ বলে ১০ করেন তিনি। তারপর দলকে টানছেন প্রিয়া এবং পুনম রাউত। তারইমধ্যে একবার প্রিয়ার ক্যাচ পড়েছে। দু'বার অল্পের জন্য রান-আউট হওয়া থেকে বেঁচে গিয়েছেন পুনম। সেই নড়বড়ে সময় কাটিয়ে পালটা আক্রমণের রাস্তায় হেঁটেছেন তাঁরা। ১৫ ওভারে ভারতের স্কোর দু'উইকেটে ৬১।

বন্ধ করুন