ব্যর্থ হল পুণম রাউতের লড়াকু শতরান। দক্ষিণ আফ্রিকার কাছে চতুর্থ ওয়ান ডে ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল মিতালি রাজদের।
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েরা একতরফা জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারতের মহিলা ক্রিকেট দল। তৃতীয় ম্যাচ ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতে সিরিজে পুনরায় ২-১'এর লিড নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। এবার চতুর্থ ম্যাচ ৭ উইকেটে পকেটে পুরে এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬৬ রান তোলে তারা। পুণম রাউত ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১২৩ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন।
এছাড়া প্রিয়া পুণিয়া ৩২, স্মৃতি মন্ধনা ১০, মিতালি রাজ ৪৫ ও হরমনপ্রীত কউর ৩৫ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হরমনপ্রীত ৭টি চার ও ১টি ছক্কা মারেন। দীপ্তি শর্মা অপরাজিত থাকেন ৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। লিজেল লি ৬৯, ক্যাপ্টেন লরা ৫৩, লারা গুডল অপরাজিত ৫৯, ডু'প্রীজ ৬১ ও মারিজান কাপ অপরাজিত ২২ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন ডু'প্রীজ। ওয়ান ডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মেয়েদের এটাই সবথেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ঘরের মাঠে সবথেকে বেশি রান করেও হারের নজির ভারতের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।