মিতালি রাজ অবসর নেওয়ার পর ভারতীয় ওয়ান ডে দলের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব সামলেছেন হরমনপ্রীত কাউর। দায়িত্ব নিয়েই মিতালির মতোই রেকর্ড ভাঙা শুরু করেছেন হরমনপ্রীত। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচেই এক নয়া রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় তারকা।
দিন কয়েক আগেই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই মিতালির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ মহিলা রানসংগ্রাহক হয়েছিলেন হরমনপ্রীত। এবার ওয়ান ডেতে মিতালির পরে মাত্র দ্বিতীয় ভারতীয় মহিলা হিসাবে তিন হাজার ওয়ান ডে রানের গণ্ডি টপকালেন হরমন। ১১৯টি ওয়ান ডে খেলে ৩৫.৬০ গড়ে হরমনপ্রীত এখনও পর্যন্ত মোট ৩০২৬ রান করেছেন। রয়েছে চারটি শতরানের পাশাপাশি ১৫টি অর্ধশতরানও।
প্রথম ওয়ান ডেতেও তিনি বেশ ভালই ব্যাটিং করেন। ১৭২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হরমনপ্রীত ম্য়াচ সর্বোচ্চ ৪৪ রান (৬৩ বলে) করেন। ভারত চার উইকেটে ম্য়াচও জিতে নেয়। ম্যাচে বল হাতে তিন উইকেটের পাশাপাশি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২২ রান করে ভারতকে জেতানোর জন্য সেরা নির্বাচিত দীপ্তি শর্মা। সোমবার ৪ জুলাই শ্রীলঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।