বাংলা নিউজ > ময়দান > ING vs IND: আজ জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বড় নজির গড়বে ভারত

ING vs IND: আজ জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে বড় নজির গড়বে ভারত

আজ রোহিতদের সামনে সিরিজ জয়ের হাতছানি।

সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, তাঁর দল একদিনের সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। কিন্তু প্রথম ওডিআই-এ ব্যাটে-বলে যে ভারতীয় ক্রিকেট দল এতটাও আগ্রাসন দেখাবেন, সেটা হয়তো ভাবতেই পারেননি ব্রিটিশ ক্রিকেটাররা।

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরেই এ বার ওডিআই সিরিজ জয়ের হাতছানি। ভারত আজ বৃহস্পতিবার ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুড়ে ফেলবে ভারত। আর আজ জিতলেই রোহিত শর্মা টিমের সামনে ব় মাইলস্টোনের হাতছানি থাকবে।

এখনও পর্যন্ত ভারতে ইংল্যান্ডে এসে তাদের মাত্র ২ বার ওডিআই সিরিজে হারিয়েছে। আজ ভারত জিতলে তৃতীয় বার ইংল্যান্ডের মাটিতে তাদের হারানোর নজির গড়বে ভারত। আর সেই লক্ষ্যেই খেলতে নামবে রোহিত ব্রিগেড।

আরও পড়ুন: ‘রোহিতের প্রতিভা আছে, ওর নেই’, কোহলিকে বেনজির আক্রমণ পাক ব্যাটারের

সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ক বলেছিলেন, তাঁর দল একদিনের সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। কিন্তু ব্যাটে-বলে যে ভারতীয় ক্রিকেট দল এতটাও আগ্রাসন দেখাবেন, সেটা হয়তো ভাবতেই পারেননি ব্রিটিশ ক্রিকেটাররা।

আরও পড়ুন: ‘সচিন-রাহুল-আমিও এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি’, কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ

প্রথম একদিনের ম্য়াচে ওভালে মাত্র ১১০ রানে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে ভারত। জসপ্রীত বুমরাহ (৬ উইকেট), মহম্মদ শামিদের (৩ উইকেট) দাপটে ক্রিজে টিকতেই পারেননি ব্রিটিশ ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপরাজিত ৭৬ এব শিখর ধাওয়ানের অপরাজিত ৩১ রানের হাত ধরে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।

প্রথম ম্যাচ হারার ফলে দ্বিতীয় একদিনের ম্যাচে জোস বাটলারদের ঘুরে দাঁড়ানোটা বড় চ্যালেঞ্জ। ১৪ জুলাই বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওকদিনের ম্য়াচে ক্রিকেটের মক্কা লর্ডসে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইল্য়ান্ড। এক দিকে টি২০ সিরিজের ধারা বজায় রেখে দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জিতে নিতে চাইছে টিম ইন্ডিয়া, অন্য দিকে পাল্টা প্রত্যাঘাত করতে তৈরি হচ্ছে ব্রিটিশ লায়ন্সরা।

বন্ধ করুন