শুভব্রত মুখার্জি: মার্চ মাসের ৩০ তারিখ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দল। তার ঠিক দুদিন আগে ও অস্ট্রেলিয়া নিশ্চিত নয় তাদের স্টার অলরাউন্ডার এলিস পেরির সেমিফাইনালে খেলার বিষয়ে। পিঠের চোটের কারণে গ্রুপ পর্যায়ের শেষ দিকের ম্যাচে ও খেলতে পারেননি পেরি। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাথু মট কয়েকদিন আগেই জানিয়েছিলেন সম্ভব হলে তারা পেরিকে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলাবেন তবে সেই আশাও এখন ক্ষীণ মনে হচ্ছে। পেরি নিজে জানিয়েছেন খুব শীঘ্রই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত পিঠের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই মাঠের বাইরে যেতে হয়েছিল পেরিকে। তারপর থেকে তিনি অনুশীলন অথবা ক্রিকেট সম্বন্ধীয় সব জিনিস থেকেই দূরে রয়েছেন। পেরি জানিয়েছেন 'এখন আমার পিঠের চোট অনেকটাই ঠিক আছে। ম্যাচের আগে হাতে কয়েকটা দিন রয়েছে। তার আগেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমার খেলার বিষয়ে। তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিতে হবে। ফেলে রাখা যাবে না।'
তিনি আরও বলেন 'এই মুহূর্তে চোট থেকে আমি দ্রুত সেরে উঠছি। তবে এই বিষয়টাও নিশ্চিত হতে হবে যে আমি একেবারে ফিট রয়েছি দলের হয়ে যোগদান করতে তারপরেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পরের কয়েক দিন ট্রেনিং করার সময় বেশ কিছু জিনিস দেখা হবে। আমি যদি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি আমি খেলব। এর জন্য অপেক্ষা করতে হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।