১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে চোট সমস্যায় ভুগছে নিউজিল্যান্ড শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পরেই ভারতের বিরুদ্ধে মাঠে নামবে কিউয়িরা। সূচি অনুযায়ী ১০ জুন এজবাস্টনে ইংরেজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার কথা কিউয়িদের।
তবে প্রথমে অধিনায়ক কেন উইলিয়ামসনের পর এবার এজবাস্টন টেস্টে চোটের কারণে অংশগ্রহণ করতে পারবেন না অলরাউন্ডার মিচেল স্যান্টনারও। বাঁ-হাতের তর্জনীতে ক্ষতর কারণে স্যান্টনার খেলতে পারবেন না বলে জানান কিউয়ি হেড কোচ গ্যারি স্টেড।
স্টেড জানান, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই ওই ম্যাচে যে সব বোলাররা খেলতে পারে, তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে। আমরা চাই ভারতের বিরুদ্ধে প্রথম বল থেকেই যেন তাঁরা পুরোদমে নিজেদের সেরাটা দিতে পারে এবং তাজা থাকে।আমাদের ২০ জনের দলে অনেকেরই আগেও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমাদের খুব একটা সমস্যা হবে না। তবে বেশি ম্যাচ খেলা, না বিশ্রাম নেওয়া, খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে কী চাইছেন তাঁদের সঙ্গে আলোচনা করার পরই সেই হিসাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের পরিবেশে ভারত কোন ম্যাচ না খেললেও উইলিয়ামসনরা জো রুটদের বিরুদ্ধে দু'টি টেস্ট খেলায় বাড়তি সুবিধা পাবেন বলে অনেকেই দাবি করেন। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর, ফাইনালের আগে কিউয়ি দল চোট আঘাতের কবলে পড়ে পিছিয়েও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। অবশেষে তাঁর আশঙ্কাই সত্যি হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।