ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো গলফ খেলার সময় একটি ‘বিস্ময়কর দুর্ঘটনার’ কারণে আঘাত পেয়েছিলেন। এরফলে ইংল্যান্ডের বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ২০২২ অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন জনি বেয়ারস্টো।
আরও পড়ুন… ভিডিয়ো:‘বেঁচে গিয়েছি,’ ভারতের বিরুদ্ধে না খেলে ভারতীয় ভক্তকে এটা কী বললেন শাহিন!
লিডসে শুক্রবার গলফ খেলার সময় বেয়ারস্টো একটি অদ্ভুত দুর্ঘটনার মুখে পড়েন। তাঁর শরীরের নিম্ন অঙ্গে আঘাত পায়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটসম্যান জোনাথন বেয়ারস্টো গ্রীষ্মের বাকি অংশ এবং আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন।’
আরও পড়ুন… ভিডিয়ো: অদ্ভুত, অবিশ্বাস্য! CPL 2022-এ আশ্চর্যজনক ক্যাচ ধরলেন কায়রন পোলার্ড
বোর্ডের তরফে বলা হয়েছে, বেয়ারস্টো আগামী সপ্তাহে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন যাতে চোটের পুরো মাত্রা নিশ্চিত করা যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে বেন ডাকেটকে যোগ করা হলেও, বিশ্বকাপের দলে এখনও কোনও বদলির নাম ঘোষণা করা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।