জাতীয় দলে সুযোগ না পেয়ে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ বার্তা পোস্ট করা কার্যত ট্রেন্ডে পরিণত হয়েছে। সেই ট্রেন্ড উপেক্ষা করতে পারেননি রাহুল তেওয়াটিয়াও।
সিনিয়রদের অনুপস্থিতিতে আয়ারল্যান্ড সফরেরে ভারতীয় দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সেই তালিকায় নাম নেই তেওয়াটিয়ার। তার পরেই তিনি টুইটারে রহস্যজনক বার্তা পোস্ট করেন। সংক্ষেপে লেখেন, ‘প্রত্যাশা কষ্ট দেয়।’
তেওয়াটিয়ার এমন কাণ্ড দেখে তাঁকে অপ্রিয় ভাষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন গ্রেম স্মিথ। স্টার স্পোর্টসে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন যে, টুইটারে রাগ না ঝেড়ে তেওয়াটিয়ার উচিত খেলা মন দেওয়া।
স্মিথের কথায়, ‘ভারতে এত প্রতিভা রয়েছে, এখানে দল নির্বাচন করা কঠিন। কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার সেই সব ক্রিকেটারদের বেছে নেওয়াই উচিত, যারা (টি-২০ বিশ্বকাপে) অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমি শুধু এটাই বলব যে, টুইটারে মন না দিয়ে খেলায় মন দাও। ভালো পারফর্ম্যান্স করো, যাতে পরের বার দল বেছে নেওয়ার সময় কেউ তোমাকে বাদ না দিতে পারে।'
আরও পড়ুন:- IND vs IRE: ‘প্রত্যাশা কষ্ট দেয়,’ হঠাৎ কেন লিখলেন তেওয়াটিয়া
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ভুবনেশ্বর কুমার (ভাইস ক্যাপ্টেন), ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হার্ষাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।