বাংলা নিউজ > ময়দান > Suryakumar Yadav on ODI approach: T20-র মতোই ODI-তে বেধড়ক মেরে খেলবেন, বিশ্বকাপের আগে বলে দিলেন সূর্যকুমার

Suryakumar Yadav on ODI approach: T20-র মতোই ODI-তে বেধড়ক মেরে খেলবেন, বিশ্বকাপের আগে বলে দিলেন সূর্যকুমার

সূর্যকুমার যাদব। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Suryakumar Yadav on ODI approach: চলতি বছর ৩১ টি ইনিংসে ১,১৬৪ রান করেছেন সূর্যকুমার যাদব। গড় ৪৬.৪৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। হাঁকিয়েছেন ন'টি অর্ধশতরান এবং দুটি শতরান। সবমিলিয়ে ১০৬ টি চার এবং ৬৮ টি ছক্কা মেরেছেন। একদিনের ক্রিকেটেও সেভাবেই খেলতে চান সূর্য।

টি-টোয়েন্টিতে ২০২২ সালটা অবিশ্বাস্য কেটেছে। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটেও একইরকম ছন্দে খেলতে চান ভারতীয় তারকা সূর্যকুমার যাদব। তিনি স্পষ্ট করে দিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে যেরকম মানসিকতা ও দৃষ্টিভঙ্গি ছিল, সেটা ৫০ ওভারের ক্রিকেটেও বজায় থাকবে।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের ক্রিকেট নিয়ে সূর্যকুমার বলেন, ‘এখন কিছুটা সময় নিতে পারি। তবে (একদিনের ক্রিকেটেও) মানসিকতা একই থাকবে। সব জিনিসপত্র আমাদের হাতে নেই। আমরা শুধুমাত্র নিজেদের উজাড় করে দিতে পারি। পুরো ম্যাচ হলে দারুণ হত। কিন্তু কী আর করা যাবে। ঠিক আছে।’

চলতি বছর ৩১ টি ইনিংসে ১,১৬৪ রান করেছেন সূর্য। গড় ৪৬.৪৬। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। হাঁকিয়েছেন ন'টি অর্ধশতরান এবং দুটি শতরান। সবমিলিয়ে ১০৬ টি চার এবং ৬৮ টি ছক্কা মেরেছেন। যিনি এবার এমনই ছন্দে ছিলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভাবে বিশ্বকাপের দলের একজনকে দলে রাখবে, তাহলে সেটা হবেন সূর্য। যিনি স্রেফ খেলছেন না। অবিশ্বাস্য শট মারছেন। দুর্দান্ত স্ট্রাইক রেট বজায় রাখছেন। 

আরও পড়ুন: Suryakumar Yadav on test selection: 'আ রাহা হ্যায়….!' টেস্ট দলেও সুযোগ পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি বিশ্বকাপেও জ্বলে উঠেছিলেন সূর্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫১ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন। এমন শট খেলেছিলেন, কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন পর্যন্ত বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে সূর্য এমন কিছু শট খেলেছেন, তা কখনও দেখেননি। যে সূর্য সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: অল্পের জন্য কোহলির এই বিরাট রেকর্ড টপকাতে পারলেন না সূর্যকুমার, রইলেন দুই নম্বরে

মঙ্গলবার সূর্য বলেন, ‘যেভাবে পুরো বিষয়টা এগিয়েছে, তাতে অত্যন্ত খুশি। পুরো ম্যাচ হলে ভালো লাগত। তবে আমরা সিরিজ জেতায় আমি খুশি। আবহাওয়া আমাদের হাতে নেই। সবসময়ই চাপ থাকে। কিন্তু চাপ না থাকলে মজাও থাকে না। এই মুহূর্তে আমরা ব্যাটিং স্রেফ উপভোগ করছি। বাড়তি কোনও বোঝা বইছি না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন