বাংলা নিউজ > ময়দান > Independence Day: 'যতবারই ভারতে খেলি, উপচে পড়ে ভালোবাসা', বাটলারদের সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ডি'ভিলিয়র্সের

Independence Day: 'যতবারই ভারতে খেলি, উপচে পড়ে ভালোবাসা', বাটলারদের সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ডি'ভিলিয়র্সের

ডি'ভিলিয়র্স, বাটলার ও উইলিয়ামসন। ছবি- স্ক্রিনগ্র্যাব।

একই ভিডিয়োয় ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বাটলার, বেয়ারস্টো, ডি'ভিলিয়র্স, রাবাদা, ডু'প্লেসি, উইলিয়ামসন। শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার, ড্যারেন স্যামি, কেভিন পিটারসেনরাও।

'কোন দলের হয়ে মাঠে নামি, তাতে কিছু যায় আসে না। যতবার ভারতে খেলতে নামি, ভালোবাসা উপচে পড়ে প্রতিবার।' ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ভারতীয় সমর্থকদের এমন আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানালেন এবি ডি'ভিলিয়র্স।

একা এবিডি-ই নন, একই ভিডিয়ো বার্তায় স্বাধীনতার অমৃত মহোৎসবে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যাফ ডু'প্লেসি, কাগিসো রাবাদা, কেন উইলিয়ামসন, জোস বাটলার, জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকারাও।

ভিডিয়ো বার্তায় এবিডি বলেন, 'অনেকে অনেক কিছু অর্জন করেছে। যার ফলে আজ ভারত এই জায়গায় দাঁড়িয়ে। আমি নিশ্চিত, সেরাটা অপেক্ষা করে রয়েছে।'

রাবাদা বলেন, ‘আমি কখনও ভাবতেই পারিনি, আমার দক্ষিণ আফ্রিকার বাইরেও ভালোবাসা পেতে পারি। তবে ভারত আমার মন ভরিয়ে দিয়েছে।’

ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার, ড্যারেন স্যামি, কেভিন পিটারসেনের মতো তারকারাও। সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নার লেখেন, ‘ভারতে আমাদের সমস্ত বন্ধু ও পরিবারকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

আরও পড়ুন:- Asia Cup 2022: ঝুড়ি ঝুড়ি রান করেছেন, তবে জানেন কি, এশিয়া কাপে কপিলের থেকেও বেশি উইকেট নিয়েছেন সচিন? চোখ রাখুন তালিকায়

পিটারসেন হিন্দিতে নিজের শুভেচ্ছা বার্তায় যা লেখেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘গর্ব করো ভারত, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করছ।’

আরও পড়ুন:- IPL 2023: জাদেজার সঙ্গে CSK-র বিচ্ছেদ কার্যত নিশ্চিত, সামনে এল চমকে দেওয়া খবর

ড্যারেন স্যামি লেখেন, 'স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভারত, যেখানে আমি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি।'

বন্ধ করুন