বাংলা নিউজ > ময়দান > বিদেশিদের নিয়েই পূর্ণ দৈর্ঘ্যের IPL-এর দাবি নাইট CEO-র, ফর্ম্যাট বদল মানবে না KKR

বিদেশিদের নিয়েই পূর্ণ দৈর্ঘ্যের IPL-এর দাবি নাইট CEO-র, ফর্ম্যাট বদল মানবে না KKR

নাইট সিইও বেঙ্কি মাইসোর। ছবি- এএফপি।

টুর্নামেন্টের গুনগত মান নিয়ে আপোষ করতে চায় না কলকাতা নাইট রাইডার্স।

ফ্র্যাঞ্চাইজিরা চাইছে যে কোনওভাবে এবছর আইপিএল আয়োজিত হোক। তাও আবার কোনও রকম কাটছাঁট না করে পূর্ণ দৈর্ঘ্যের। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর স্পষ্ট জানিয়ে দিলেন, আইপিএলের কোনও রকম ফর্ম্যাট বদল মেনে নেবেন না তাঁরা।

নাইট সিইও এটাও জানিয়ে দেন যে, সব ফ্র্যাঞ্চাইজিই চায় আগের মতোই বিদেশি ক্রিকেটারদের নিয়ে আইপিএলের খেলতে। অর্থাৎ, আইপিএলের গুনমান ও পরিমাণ (ম্যাচ সংখ্যা) দু'টিই বজায় রাখার দাবি জানাচ্ছে নাইট রাইডার্স। 

বেঙ্কির মত, আইপিএলের মতো সেরা টুর্নামেন্টের গুনগত মান অথবা ফর্ম্যাট নিয়ে আপোষ করা উচিত নয়। তাঁর কথায়, ‘একটা বিষয়ে আমি এবং আমরা সবাই একমত যে, আমাদের হাতে যে উৎকৃষ্ট জিনিসটি রয়েছে, তার গুনগত মান নিয়ে কাটাছেঁড়া করা উচিত নয়। এই গুনগত মানের জন্যই আইপিএল স্পেশাল। এটা বলা ভুল হবে না যে, আমাদের মিলিত দৃষ্টিভঙ্গি একই। আগের ফর্ম্যাটেই পূর্ণ দৈর্ঘ্যের আইপিএল আয়োজন করা উচিত। ম্যাচ সংখ্যাও যেমন এক থাকা উচিত, ঠিক তেমনই সব ক্রিকেটারদের অংশ নেওয়াও নিশ্চিত করতে হবে।'

পরক্ষণেই বিদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার প্রসঙ্গে বেঙ্কি বলেন, 'আমাদের ভারতীয় ক্রিকেটাররাই সব দলের মেরুদণ্ড। তবে এটাও ঠিক যে, বিদেশিদের উপস্থিতি টুর্নামেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের স্কোয়াডের দিকেই তাকান। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে জুটি বেঁধে দারুণ একটা কম্বিনেশন তৈরি করে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন