
অক্টোবর-নভেম্বরে IPL, নিশ্চয়তা দিতে পারছেন না BCCI কর্তা
১ মিনিটে পড়ুন . Updated: 13 Apr 2020, 09:39 PM IST- লকডাউন উঠলেও অবিলম্বে IPL আয়োজনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন BCCI কোষাধ্যক্ষ।
ছবিটা এখনও ঝাপসা। তাই আপলকা কোনও মন্তব্য করা ঠিক হবে না। আইপিএলের ভবিষ্যৎ নিয়ে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার বোর্ডের অন্যান্য কর্তাদের সঙ্গে আলোচনা করার পর আইপিএল নিয়ে আপডেট দিতে পারবেন তিনি। যদিও মহারাজ স্পষ্ট জানিয়েছিলেন যে, তড়িঘড়ি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী নন তিনি।
ধুমলের গলাতেও শোনা গেল একই সুর, যদিও তিনি সোমবার ভিডিও কনফারেন্সের কোনও সূচির কথা অস্বীকার করেন। অক্টোবর-নভেম্বরে আইসিসি টি-২০ বিশ্বকাপের বদলে আইপিএল আয়োজনের সম্ভাবনা প্রসঙ্গে বোর্ডের কোষাধ্যক্ষ বলেন, 'এত আগে থেকে কোনও মন্তব্য করা যথাযথ হবে না। এখনও আমাদের সামনে ছবিটা পরিষ্কার নয়। লকডাউন কতদিন চলবে সে সম্পর্কে নিশ্চিত কোনও খবর নেই। সরকারি তরফে স্পষ্ট কোনও নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের পক্ষে আইপিএল নিয়ে আলোচনায় বসাও সম্ভব নয়।'
লকডাউন উঠলেও অবিলম্বে আইপিএল আয়োজনের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দেন ধুমল। তিনি বলেন, 'বোর্ড চাইলেই আইপিএল আয়োজন করতে পারে না। তার জন্য বাকি ক্রিকেট বোর্ডগুলির সম্মতি প্রয়োজন। লকডাউন উঠলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটা নয়। দেশের বিভন্ন অংশ করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আপোষ করা সম্ভব নয়।'
শেষে অরুণ বলেন, 'অস্ট্রেলিয়ায় যদি ৬ মাসের লকডাউন থাকে, তবে ক্রিকেটাররা ভারতে আসবে কী করে? তাছাড়া মাঠে নামার আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সবাই গত একমাস বাড়িতে আটকে রয়েছেন। হঠাৎ করে তো তাদের মাঠে নামতে বলা যায় না।'