শুভব্রত মুখার্জি
পরপর হারের জেরে সমালোচনার মুখে পড়েছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা। ম্যাচ ফিনিশ করতে না পারায় মহেন্দ্র সিং ধোনিকেও কটাক্ষ করা হয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় ঘটেছে বিকৃত মানসিকতার প্রকাশ। ধোনির পাঁচ বছরের কন্যা জিভাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। সেজন্য ইতিমধ্যে গুজরাত থেকে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ১৬ লছরের ওই কিশোর নিজের দোষ স্বীকারও করেছে।
তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ধোনির রাঁচির সিমালিয়ার ফার্ম হাউসের বাইরে নিরাপত্তা বাড়ানোর পথে হেঁটেছে রাঁচি পুলিশ। এছাড়াও ফার্ম হাউসের আশপাশের এলাকায় নিয়মিত টহলদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন কেউ ঘোরাফেরা করছে কিনা, নজরে রাখা হচ্ছে তাও। পুলিশের একটি বাহিনী তৈরি রাখা হয়েছে ফার্ম হাউসের সামনে। কোনওরকম অনভিপ্রেত ঘটনা ঘটলে তারাই মোকাবিলা করবে।
প্রসঙ্গত, আপাতত জিভার সঙ্গে ওই ফার্ম হাউসেই আছেন ধোনির স্ত্রী সাক্ষী। আইপিএলে অংশ নিতে ধোনি আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ রানে হারের পরেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।