শুভব্রত মুখার্জি
যখন যে দলের হয়ে খেলেছেন, সেই দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। গত মরশুমেও রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন। কল্যাণীতে ত্রি-শতরানের ইনিংসও খেলেছিলেন। তা সত্ত্বেও পরপর দু'বছর আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন মনোজ তিওয়ারি। যা স্বাভাবিকভাবেই যে কোনও পারফর্মারের ক্ষেত্রে যথেষ্ট বেদনার। মনোজও ব্যতিক্রম নন।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ২০১৮ সালে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল মনোজকে। গত ডিসেম্বরে নিলামের পর মনোজ একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন টুইটারে। স্বাভাবিকভাবেই একটু অভিমানী ছিলেন। তারইমধ্যে বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়। জীবনকে উদযাপন করতে হয়। আইপিএলের নিলাম থেকে বাদ পড়াকে এভাবেই উদযাপন করছি।’
সম্প্রতি বাংলার এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিমানী মনোজ জানিয়েছেন, নিজের মনের চাপা কষ্টের কথা। তিনি বলেন, ‘ওই ছবিটা ইচ্ছাকৃতভাবেই দিয়েছিলাম। নিলামে না নিলেও যে আমার কিছু এসে যায় না, সেটাই বলতে চেয়েছিলাম। আসলে কষ্ট হয়। দলের জন্য খেলেও তার দাম না পেলে কষ্ট হয় খুব। যখন বাড়িতে বসে আইপিএলের খেলাগুলি দেখতে হবে, তখন কাউকে ছোটো না করেই মনে প্রশ্ন উঠবে। মনে হবে, আমি কেন খেলছি না?’